৫ কোটি ২৫ লক্ষের বিরাট অঙ্কে দলে নেওয়া ক্রিকেটার যদি আইপিএলের আগে জাতীয় দলের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন, তবে আশ্বস্ত হওয়াই স্বাভাবিক যে কোনও ফ্র্যাঞ্চাইজির। স্বাভাবিকবেই মঙ্গলবার এনরিখ ক্লাসেনের মারকাটারি সেঞ্চুরি যারপরনাই আপ্লুত করবে সানরাইজার্স হায়দরাবাদকে।
গত আইপিএল নিলামে প্রোটিয়া তারকাকে ৫.২৫ কোটি টাকা দিয়ে দলে নেয় হায়দরাবাদ। এহেন ক্লাসেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে কার্যত একার হাতে জয় এনে দেন দক্ষিণ আফ্রিকাকে। ১২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ৫৪ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন তিনি। শেষমেশ ১৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬১ বলে ১১৯ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকেন ক্লাসেন।
দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ১২৩ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় তুলে নেয়। সেই সুবাদে তারা তিন ম্য়াচের সিরিজ ১-১ ড্র করে। উল্লেখ্য, বৃষ্টির জন্য সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ ভেস্তে যায়। দ্বিতীয় ওয়ান ডে জেতে ওয়েস্ট ইন্ডিজ।
মঙ্গলবার পোচেস্ট্রুমে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা ৪৮.২ ওভারে ২৬০ রানে অল-আউট হয়ে যায়। ওপেনার ব্র্যান্ডন কিং দলের হয়ে সব থেকে বেশি ৭২ রান করেন। ৭২ বলের ইনিংসে তিনি ১১টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া কাইল মায়ের্স ১৪, ব্রুকস ১৮, শাই হোপ ১৬, নিকোলাস পুরান ৩৯, রোভম্যান পাওয়েল ২, জেসন হোল্ডার ৩৬, আকিল হোসেন ১৪ ও ওডিন স্মিথ ১৭ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন মারকো জানসেন, বিয়র্ন ফরচুইন ও জেরাল্ড কোয়েটজি। ১টি করে উইকেট দখল করেন লুঙ্গি এনগিদি, ওয়েন পার্নেল ও এডেন মার্করাম।
আরও পড়ুন:- চেন্নাইয়ে ভারতের ডাগ-আউটে স্মৃতিমেদুর ধোনি, সোশ্যাল মিডিয়ায় মন কেমন করা ছবি পোস্ট CSK-র
পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ২৯.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৬৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ক্লাসেনের শতরান ছাড়া রাসি ভ্যান ডার দাসেন ১৪, এডেন মার্করাম ২৫, ডেভিড মিলার ১৭ ও মারকো জানসেন ৪৩ রান করেন। ক্যারিবিয়ানদের হয়ে ৩টি উইকেট নেন আলজারি জোসেফ। ২টি উইকেট নিয়েছেন আকিল হোসেন। ম্যাচের সেরা হয়েছেন ক্লাসেন। যুগ্মভাবে সিরিজের সেরা হয়েছেন শাই হোপ ও ক্লাসেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।