শুভব্রত মুখার্জি: কর ফাঁকি দিয়ে সম্প্রতি ইংল্যান্ডের জেলে বেশ কিছু দিন থাকতে হয়েছিল টেনিস কিংবদন্তি বরিস বেকারকে। তিনবারের উইম্বলডন চ্যাম্পিয়নকে সাত মাস থাকতে হয়েছে জেলে। তবে বর্তমানে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়ে তিনি ফিরে গিয়েছেন জার্মানিতে। সেখানে ইউরো স্পোর্টসের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে যুক্ত রয়েছেন তিনি। আর এমন আবহেই বিস্ফোরক দাবি করেছেন তাঁর স্ত্রী শারলেলি কেরসেনবার্গ। ৪৬ বছর বয়সি কেরসেনবার্গ, বরিস বেকারকে 'শয়তান' বলেও আখ্যা করেছেন। তাঁর দাবি জেল থেকে বেরিয়ে দেশে ফিরে স্ত্রী বা সন্তানের সঙ্গে দেখা করা বা যোগাযোগের কোন চেষ্টাই করেননি বরিস বেকার।
আরও পড়ুন… ভারতের মাটিতে আমরা ‘পরীক্ষায়’ ব্যর্থ হয়েছি- দিল্লি টেস্টে হারের পর অজি কোচের স্বীকারোক্তি
শারলেলির দাবি সন্তানের জন্য যে আর্থিক সাহায্য তাও দেওয়া বন্ধ করে দিয়েছেন ৫৫ বছর বয়সি বেকার। জার্মানির ট্যাবলয়েড বিল্ডকে এক সাক্ষাৎকারে শারলেলি জানিয়েছেন, ‘বরিস যদি চায় যদি মনে করে তাহলে ও বেশ চার্মিং, লোককে ভালোবাসতে জানে। তবে নিজের কথার মধ্যে দিয়ে লোককে আঘাত করার ক্ষেত্রে ওঁর জুড়ি মেলা ভার। একেবারে শয়তান। জেলে যাওয়ার পরেও বরিস একজন ভালো মানুষ হতে পারেনি। ও নিজের জগতে বাস করে। যেখানে সবটাই রয়েছে ওঁকে ঘিরে।’
আরও পড়ুন… IND W vs IRE W T20 World Cup: ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে জিতে সেমিফাইনালে ভারত
শারলেলির দাবি ১০ দিন হয়েছে জার্মানিতে ফিরেছেন বরিস বেকার। কিন্তু তিনি এখনও কোন রমভাবে তাঁর সঙ্গে বা তাঁর সন্তান আমাডিউসের সঙ্গে যোগাযোগ করেননি। প্রাক্তন ডাচ মডেল জানিয়েছেন ক্রিসমাসে বেকার তাঁর ছেলেকে কল করেছিলেন। করে মাত্র ২ মিনিট কথা বলেই ছেড়ে দেন। ২০০৯ সালে বিয়ে হয়েছিল বরিস বেকার এবং শারলেলি কেরসেনবার্গের। ২০১০ সালে জন্ম হয়ে ছিল তাঁদের সন্তানের। এর আগে বারবারা ফিতুসের সঙ্গে বিয়ে হয়েছিল বেকারের। ২০১৮ সালেই শারলেলির সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। শারলেলির তরফেই বিবাহ বিচ্ছেদের আবেদন জানানো হয়েছিল। এরপর ২০১৭ সালে বেকার নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন। পরবর্তীতে লন্ডনের কোর্টে প্রমাণিত হয়েছিল তিনি নিজের সম্পত্তি গোপন করে মিথ্যাভাবে নিজেকে দেউলিয়া ঘোষণা করে প্রতারণা করেছিলেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।