বাংলা নিউজ > ময়দান > ‘সে এমন একজন যে নিজের দলকে ভয় দেখায়;’ কোন ক্রিকেটারকে নিয়ে কেন এমন কথা বললেন সিরাজ

‘সে এমন একজন যে নিজের দলকে ভয় দেখায়;’ কোন ক্রিকেটারকে নিয়ে কেন এমন কথা বললেন সিরাজ

ট্রফি হাতে টিম ইন্ডিয়ার সদস্যরা (ছবি:গেটি ইমেজ)

গাব্বার জয়ের কথা স্মরণ করে সিরাজ বলেছেন, ‘ড্রেসিংরুম কতটা নার্ভাস ছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। পন্ত এমন একজন খেলোয়াড় যে তার দলকে ভয় দেখায়, তাই ভাবুন সামনের দলকে সে কতটা প্রভাবিত করেছে।’

ভারতের কাছে বর্তমানে এমন অনেক দুর্দান্ত তরুণ ফাস্ট বোলার রয়েছে যারা জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা এবং উমেশ যাদবের অনুপস্থিতিতে বিস্ময়কর কাজ করতে পারেন। তাদের একজন হলেন মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ায় এই কাজটি আগেও করে দেখিয়েছেন সিরাজ। গত বছর অস্ট্রেলিয়ায় দলের প্রধান বোলারের চোট হলে সিরাজ বোলিং আক্রমণের ভার নেন। ব্রিসবেনে গাব্বা টেস্টে সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচে সিরাজ অসাধারণ বোলিং করেন। ভারতের তরুণ বোলার সেই ম্যাচটি মনে রেখেছেন। সিরাজ সেই ম্যাচে তার সতীর্থ ঋষভ পন্ত সম্পর্কে অনেক কিছু ফাঁস করেছেন।

গাব্বার সেই ম্যাচে পন্ত দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮৯ রান করে দলকে জয়ী করে ছিলেন। এই ম্যাচের আগে সিডনিতেও টেস্ট ম্যাচ ড্র করেছিলেন সেরা ইনিংস খেলে। এই ম্যাচে ফাস্ট বোলিং আক্রমণের লাগাম নিয়েছিলেন সিরাজ। সিরাজ যখন অস্ট্রেলিয়া সফরে ছিলেন তখন তার বাবা মারা যান, কিন্তু ভারতে ফিরে আসার পরিবর্তে তিনি অস্ট্রেলিয়াতেই থেকে যান এবং ম্যাচ খেলেন।

সনি স্পোর্টস নেটওয়ার্কে গাব্বার জয়ের কথা স্মরণ করে সিরাজ বলেছেন, ‘ড্রেসিংরুম কতটা নার্ভাস ছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। পন্ত এমন একজন খেলোয়াড় যে তার দলকে ভয় দেখায়, তাই ভাবুন সামনের দলকে সে কতটা প্রভাবিত করেছে। আমরা সবাই প্রার্থনা করছিলাম এবং আশা করছিলাম পন্ত যেন থেকে যায়। আমরা চেয়েছিলাম সে ব্যাটিং চালিয়ে যাক কারণ আমরা জানতাম সে থাকলে আমরা ম্যাচ জিতবই।’

সিরাজ বলেন, গাব্বার ম্যাচ ও সিরিজ জয়ের পরে সেই মাঠে নেওয়া ভিকট্রি ল্যাপটা কখনই ভুলব না। সিরাজ বলেন, ‘যখন পন্ত শট নিচ্ছিলেন। আমরা সবাই ভাবছিলাম যে সে আরও কিছুক্ষণ টিকে থাকুক। গাব্বায় অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙতে পেরে সবাই খুশি। সেই বিজয় উদযাপনের কথা মনে পড়লেই আমার চুল উঠে যায়। সেই মাঠে নেওয়া ভিকট্রি ল্যাপটা আমি কখনও ভুলব না। হাতে ছিল ভারতীয় পতাকা।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন