বৃহস্পতিবার কেপ টাউনে চলতি মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হার মানতে হয় ভারতকে। অস্ট্রেলিয়ার ৪ উইকেটে ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত আটকে যায় ৮ উইকেটে ১৬৭ রানে। উল্লেখযোগ্য বিষয় হল, মহিলা টি-২০ বিশ্বকাপের ইতিহাসে স্কোরবোর্ডে এত রান তুলে আগে কেউ ম্যাচ হারেনি। অর্থাৎ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি রানের দলগত ইনিংস গড়ে ম্যাচ হারের বিশ্বরেকর্ড গড়ে ভারত।
এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার নামে। তারা ২০০৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটে ১৬৩ রান তুলেও ম্যাচ হেরে বসে। এবার ভারতের ৮ উইকেটে ১৬৭ রান অস্ট্রেলিয়াকে হতাশাজনক রেকর্ড থেকে মুক্তি দেয়।
উল্লেখযোগ্য বিষয় হল, ভারত এক্ষেত্রে রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৬৭ রান তোলে। ২০০৯ সালে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ১৬৩ রান তুলেছিল, যা টপকে গিয়ে ম্যাচ জেতে ইংল্যান্ড (২ উইকেটে ১৬৫ রান)।
এই তালিকায় তৃতীয় স্থানে চলে যায় নিউজিল্যান্ড। তারা ২০১৮ সালে ৯ উইকেটে ১৬০ রান তুলে ভারতের কাছে ম্যাচ হারে। ভারতের ৫ উইকেটে ১৯৪ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৩৪ রানে ম্যাচ হারে।
এছাড়া ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ১৫৮ রান তুলে ওয়েস্ট ইন্ডিজের কাছে ম্যাচ হারে। ২০২০ সালে নিউজিল্যান্ড ৭ উইকেটে ১৫১ রান তুলে পরাজিত হয় অস্ট্রেলিয়ার কাছে।
মহিলা টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি রান করে ম্যাচ হারের নজির:-
১. ভারত: ৮ উইকেটে ১৬৭ (বনাম অস্ট্রেলিয়া, ২০২৩)
২. অস্ট্রেলিয়া: ৫ উইকেটে ১৬৩ (বনাম ইংল্যান্ড, ২০০৯)
৩. নিউজিল্যান্ড: ৯ উইকেটে ১৬০ (বনাম ভারত, ২০১৮)
৪. দক্ষিণ আফ্রিকা: ৪ উইকেটে ১৫৮ (বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১০)
৫. নিউজিল্যান্ড: ৭ উইকেটে ১৫১ (বনাম অস্ট্রেলিয়া, ২০২০)
উল্লেখ্য গতবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে হতাশ হতে হয় ভারতকে। এবার সেমিফাইনালে ফের সেই অস্ট্রেলিয়ার হার্ডলেই আটকে যান হরমনপ্রীত কউররা। ভারতকে হারিয়ে টানা সাতবার মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। কেবলমাত্র ২০০৯ সালের মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি তারা। গত ৬ বার ফাইনালে উঠে ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। মাঝে ২০১৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাব জেতে ওয়েস্ট ইন্ডিজ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।