বাংলা নিউজ >
ময়দান > Ranji Trophy: রঞ্জির সর্বোচ্চ উইকেটশিকারিদের সেরা দশে বাংলার একমাত্র প্রতিনিধি আকাশ দীপ, দেখে নিন তালিকা
Ranji Trophy: রঞ্জির সর্বোচ্চ উইকেটশিকারিদের সেরা দশে বাংলার একমাত্র প্রতিনিধি আকাশ দীপ, দেখে নিন তালিকা
Updated: 20 Feb 2023, 04:08 PM IST
Abhisake Koley
Ranji Trophy 2022-23: এবারের রঞ্জি ট্রফিতে সব থেকে বেশি উইকেট নিয়েছেন কারা? চোখ রাখুন সেরা দশের তালিকায়।
1/10রঞ্জি ট্রফির ২০২২-২৩ মরশুমে ৭টি ম্যাচে মাঠে নেমে সব থেকে বেশি ৫০টি উইকেট নিয়েছেন কেরলের জলজ সাক্সেনা। ছবি- ডব্লিউআইসি।2/10মুম্বইয়ের শামস মুলানি এবারের রঞ্জি ট্রফির ৭টি ম্য়াচে মাঠে নেমে ৪৬টি উইকেট দখল করেন। ছবি- পিটিআই।3/10মণিপুরের এল কিষাণ সিং রঞ্জির ৭ ম্যাচে মাঠে নেমে ৪৪টি উইকেট সংগ্রহ করেন। ছবি- টুইটার।4/10রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রের ধর্মেন্দ্রসিং জাদেজা টুর্নামেন্টের ১০টি ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ৪৩টি উইকেট সংগ্রহ করেন। ছবি- পিটিআই।5/10পুদুচেরির সাগর উদেশি রঞ্জির ৭টি ম্যাচে মাঠে নেমে ৪২টি উইকেট সংগ্রহ করেন। ছবি- পিটিআই।6/10ঝাড়খণ্ডের শাহবাজ নদিম রঞ্জির ৮টি ম্যাচে মাঠে নেমে ৪২টি উইকেট পকেটে পোরেন। ছবি- পিটিআই।7/10আকাশ দীপ এবারের রঞ্জিতে বাংলার হয়ে সব থেকে বেশি ৪১টি উইকেট সংগ্রহ করেন। ১০টি ম্যাচে মাঠে নামেন তিনি। ছবি- পিটিআই।8/10মেঘালয়ের রাজেশ বিষ্ণোই রঞ্জির ৬টি ম্যাচে মাঠে নেমে ৩৯টি উইকেট দখল করেন। ছবি- টুইটার।9/10রাজস্থানের মানব সুথার রঞ্জির ৬টি ম্যাচে মাঠে নেমে ৩৯টি উইকেট নিয়েছেন। ছবি- সোশ্যাল মিডিয়া।10/10মধ্যপ্রদেশের আবেশ খান রঞ্জির ৮টি ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ৩৮টি উইকেট পকেটে পোরেন। ছবি-এএনআই অন্য গ্যালারিগুলি