শুভব্রত মুখার্জি: পাকিস্তান ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার আব্দুর রজ্জাক। পাকিস্তান ক্রিকেটের এই প্রাক্তনী বরাবর একটু ঠোঁটকাটা স্বভাবের। কয়েকদিন আগেই তিনি বর্তমান ভারতীয় দলের দুই তারকা জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়াকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন। বুমরাহ সম্বন্ধে তাঁর বক্তব্য ছিল বুমরাহ নাকি একেবারে ‘বাচ্চা’ বোলার। পাশাপাশি হার্দিক সম্বন্ধে তাঁর বক্তব্য ছিল কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবের ধারে কাছেও নেই হার্দিক! বুমরাহকে নিয়ে তাঁর করা মন্তব্যের এখন পর্যন্ত কোন ব্যাখ্যা দেননি রজ্জাক। তবে হার্দিককে নিয়ে তাঁর করা মন্তব্য সম্বন্ধে মুখ খুলেছেন তিনি। তাঁর মতে হার্দিককে নিয়ে তিনি যা বলেছিলেন তার ভুল ব্যাখ্যা করা হয়েছে!
আরও পড়ুন… ৮ সপ্তাহে প্রতিদিনই খেয়েছেন এই খাবার- জেনে নিন ল্যাবুশানের প্রিয় ভারতীয় খাবার কী?
প্রসঙ্গত আব্দুর রজ্জাক হলেন সেই বোলার যার ওয়ানডেতে সবথেকে বেশিবার সচিন তেন্ডুলকরের মতন কিংবদন্তিকে আউট করার নজির রয়েছে। ওয়ানডেতে ছয়বার সচিনকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন তিনি। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘হার্দিক পান্ডিয়াকে নিয়ে আমার করা মন্তব্যটাকে ভুল ভাবে নেওয়া হয়েছে। আমার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। আমি মোটেও সেটা বলতে চাইনি। আমি একজন ক্রিকেটার হিসেবে এটাই বলতে চেয়েছিলাম যে ক্রিকেটার হার্দিকেরও উন্নতি করার সুযোগ রয়েছে। তিনি শুধুমাত্র ভারতীয় ক্রিকেটার বলে আমি এমন মন্তব্য করেছি তা নয়। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার ক্রিকেটার হলেও আমি এক কথাই বলতাম। আমি যা বলেছি একজন ক্রিকেটার হিসেবে আর একজন ক্রিকেটারের উদ্দেশ্যে বলেছি। যদি আছ কপিল দেব বলতে চান যে একজন ক্রিকেটার হিসেবে তিনি আব্দুর রজ্জাককে উপদেশ দিতে চান। তাহলে আমি সেটা অত্যন্ত পজিটিভলি নেব।’
আরও পড়ুন… IPL 2023: ধোনি কি ফ্লপ করবেন? আকাশ চোপড়ার কথায় মিলল সেই ইঙ্গিত
আব্দুর রজ্জাক আরও যোগ করে বলেন, ‘হার্দিক নিজের উন্নতি ঘটাতে কয়েকটা জিনিসের উপর কাজ করতে পারে। সেটা ও নিজেও ঠিক করতে পারে যে কোন কোন জায়গায় ওঁর এখনও উন্নতি করার প্রয়োজন রয়েছে। সেটা পায়ের মুভমেন্ট হতে পারে। ব্যাটের মুভমেন্ট হতে পারে। একজন বোলার বল করার আগে সে ঠিক কীভাবে বোলিং করতে চলেছে মানে কোন বলটা করতে চলেছে তা বোঝাল জন্য নিজেকে তৈরি করতে পারে। আমি আগেও সেটাই বলতে চেয়েছিলাম। প্রাক্তন অলরাউন্ডার হিসেবে সেটা শুধুমাত্র আমার একটা মন্তব্য ছিল মাত্র। যার সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হয়েছে। লোকেরা সেটাই ভুল ভাবেই নিয়েছে। আমাকে চরমভাবে কটাক্ষের শিকার হতে হয়েছে এই কারণে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।