শুভব্রত মুখার্জি: ভারতের হকি বিশ্বকাপে খারাপ ফল করার পরেই, সিনিয়র দলের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন গ্রাহাম রিড। এরপর তার চুক্তির মেয়াদ শেষ করে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন গ্রাহাম রিড। নোটিশ পিরিয়ডটা তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্যাম্পেই কাটিয়েছেন। পাশাপাশি অ্যানালিটিক্যাল কোচ গ্রেগ ক্লার্ক, বৈজ্ঞানিক পরামর্শদাতা মিচেল পেম্বারটন ও গ্রাহাম রিডের সঙ্গে তাদের শেষ সময় কাটিয়ে ফেলেছেন ভারতীয় দলের সঙ্গে। বিদায়বেলায় ভারতীয় দল, সদস্য এবং সমর্থকদের জন্য আবেগঘন বার্তা দিয়েছেন রিড।
নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে তিনি লিখেছেন 'ভারতীয় পুরুষ হকি দলের কোচ হিসেবে এই সপ্তাহটা আমার শেষ সপ্তাহ। অনবদ্য ৪টে বছর আমি কাটিয়েছি এই দলের সঙ্গে। সফলতা এবং চ্যালেঞ্জের সঙ্গে গোটা সময়কালটা আমি কাটিয়েছি। এই সময়কালে আমরা অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী। কমনওয়েলথ গেমসেও আমরা রুপো জিতেছি। এটা নিঃসন্দেহে বড় অ্যাচিভমেন্ট। যা নিয়ে আমরা সবাই গর্বিত।'
২০১৯ সালের এপ্রিলে প্রথমে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। ভারতীয় দলের কোচ হিসেবে তাঁর রেকর্ডও খুব ভালো। তিনি ৪৯টি ম্যাচে জয় পেয়েছেন। হেরেছেন ২১টি ম্যাচে। আর ড্র হয়েছে ১৩টি ম্যাচ। রিডের পরবর্তীতে ভারতীয় দলের নয়া কোচ হিসেবে নাম উঠে আসছে দক্ষিণ আফ্রিকার ক্রেগ ফুলারটনের। যিনি এই মুহূর্তে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল বেলজিয়ামের সহকারী কোচ হিসেবে। ফুলারটনের নাম সামনে আসার সবথেকে বড় কারণ বাকি সমস্ত নামী কোচেদের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে বিভিন্ন দেশের। বেলজিয়ামের ক্লাব কেএইচসি ড্রাগনেরও হেড কোচ হিসেবে কাজ করছেন তিনি। ১৯৯৬-২০০৫ পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে খেলেছেন। খেলেছেন ১৯১টি ম্যাচ। ২০১৪ সালে তিনি আয়ারল্যান্ডের হেড কোচ হিসেবেও কাজ করেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।