বাংলা নিউজ > ময়দান > Hockey World Cup 2023: জমজমাট লড়াই হকি বিশ্বকাপে, কোয়ার্টারের ফলাফল ও সেমিফাইনালের সূচিতে চোখ রাখুন

Hockey World Cup 2023: জমজমাট লড়াই হকি বিশ্বকাপে, কোয়ার্টারের ফলাফল ও সেমিফাইনালের সূচিতে চোখ রাখুন

হকি বিশ্বকাপের সোমিফাইনালিস্ট নির্ধারিত। ছবি- টুইটার (@FIH_Hockey)।

Hockey World Cup 2023: কোন কোন দল, কাদের হারিয়ে চলতি হকি বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে জায়গা করে নিয়েছে, দেখে নিন একনজরে।

কোয়ার্টার ফাইনালের লড়াই শেষে। চলতি হকি বিশ্বকাপের খেতাবের দৌড়ে টিকে রয়েছে ৪টি দল। শেষ চারের হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক কোন চারটি দল বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে। সেই সঙ্গে দেখে নেওয়া যাক শেষ চারেকে কোন দল কবে কাদের বিরুদ্ধে খেলতে নামবে। চোখ রাখা যাক চারটি কোয়ার্টার ফাইনালের ফলাফলেও।

কোয়ার্টার ফাইনালের ফলাফল:-
১. প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া ৪-৩ গোলে পরাজিত করে স্পেনকে।

২. দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ২-০ গোলে হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে।

৩. তৃতীয় কোয়ার্টার ফাইনালে জার্মানি টাই-ব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে দেয় ইংল্যান্ডকে। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলের সমতায় দাঁড়িয়ে ছিল।

৪. চতুর্থ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ৫-১ গোলে বিধ্বস্ত করে দক্ষিণ কোরিয়াকে।

আরও পড়ুন:- T20I ক্রিকেটে বিরল নজির: পাওয়ার প্লে-র ৬ ওভারে যত রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ, তত রান খরচ করে ১ বলেই

সেমিফাইনালের সূচি:-
১. প্রথম সেমিফাইনাল: অস্ট্রেলিয়া বনাম জার্মানি (২৭ জানুয়ারি, বিকাল ৪টে ৩০ থেকে)।

২. দ্বিতীয় সেমিফাইনাল: বেলজিয়াম বনাম নেদারল্যান্ডস (২৭ জানুয়ারি, সন্ধ্যা ৭টা থেকে)।

আরও পড়ুন:- ICC Awards: অর্শদীপকে টেক্কা প্রোটিয়া তারকার, বর্ষসেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জিতলেন জানসেন

বিশ্বকাপের গ্রুপ লিগে ভারতের পারফর্ম্যান্স:-
১. পুল-ডি'র প্রথম ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে দেয় ভারত।
২. পুল-ডি'র দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে ভারত।
৩. পুল-ডি'র তৃতীয় ম্যাচে ওয়েলসকে ৪-২ গোলে পরাজিত করে ভারত।

গ্রুপের পয়েন্ট টেবিলে ভারতের অবস্থান:-
১. ইংল্যান্ড: ম্যাচে-৩, জয়-২, ড্র-১, হার-০, পয়েন্ট-৭ (গোল পার্থক্য +৯)
২. ভারত: ম্যাচে-৩, জয়-২, ড্র-১, হার-০, পয়েন্ট-৭ (গোল পার্থক্য +৪)
৩. স্পেন: ম্যাচে-৩, জয়-১, ড্র-০, হার-২, পয়েন্ট-৩ (গোল পার্থক্য -২)
৪. ওয়েলস: ম্যাচে-৩, জয়-০, ড্র-০, হার-৩, পয়েন্ট-০ (গোল পার্থক্য -১১)

কেন কোয়ার্টার ফাইনালে যেতে পারেনি ভারত:-
নিয়ম মতো চারটি গ্রুপের এক নম্বর দল সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করতো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দু'দলকে ক্রসওভার রাউন্ডের ম্যাচ খেলে শেষ আটের টিকিট অর্জন করতে হতো। ডি-গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে লিগের অভিযান শেষ করে ভারত। ফলে পুল-সি'র তিন নম্বর দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রসওভার রাউন্ডের ম্যাচ খেলতে হয় তাদের।

ভারত বনাম নিউজিল্যান্ড ক্রসওভার ম্যাচের ফলাফল:-
ভারত ক্রসওভার রাউন্ডের ম্যাচে পেনাল্টি শুট-আউটে নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। টাই-ব্রেকারে ম্যাচের ফল দাঁড়ায় নিউজিল্যান্ডের অনুকূলে ৫-৪। নির্ধারিত সময়ে ম্যাচের স্কোর-লাইন ছিল ৩-৩। ফলে খেতাবের দৌড় থেকে ছিটকে যেতে হয় ভারতকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন