শুক্রবার (২৩ ডিসেম্বর) হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। ১৮ সদস্যের দলের অধিনায়কত্ব হস্তান্তর করা হয়েছে ডিফেন্ডার হরমনপ্রীত সিং-এর হাতে। মনপ্রীত সিংয়ের জায়গায় দলের দায়িত্ব নেবেন তিনি। ১৩ জানুয়ারি থেকে ওড়িশায় হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর ও রাউরকেল্লায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
দলের সহ-অধিনায়ক করা হয়েছে ডিফেন্ডার অমিত রোহিদাসকে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলের দায়িত্ব নিয়েছেন হরমনপ্রীত। পাঁচ ম্যাচের সিরিজে ১-৪ ব্যবধানে হেরেছে টিম ইন্ডিয়া। টোকিও অলিম্পিক্সে দলের নেতৃত্বে ছিলেন মিডফিল্ডার মনপ্রীত সিং। তারপরই ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছিল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন… IND vs PAK: দুই সরকারকে উদ্যোগ নিতে হবে, ভারত-পাক সিরিজ নিয়ে মন্তব্য নয়া PCB চেয়ারম্যানর শেঠির
ভারতের কোচ গ্রাহাম রিড দলের বিভিন্ন খেলোয়াড়কে অধিনায়কত্ব দেওয়ার জন্য পরিচিত। তিনি বিশ্বাস করেন যে এটি সিনিয়র খেলোয়াড়দের আরও দায়িত্বশীল করে তোলে। দলের অধিনায়কত্বও করেছেন অমিত রোহিদাস। বেঙ্গালুরুর SAI সেন্টারে দুদিনের ট্রায়ালের পর বিশ্বকাপ দল বাছাই করা হয়। ৩৩ জন খেলোয়াড় ট্রায়ালে অংশ নেন। টোকিও অলিম্পিকে খেলা গুরজন্ত সিং এবং দিলপ্রীত সিং মূল স্কোয়াডের অংশ নন তবে দুজনেই স্ট্যান্ডবাই হিসেবে বিশ্বকাপ স্কোয়াডের সাথে থাকবেন।
রৌরকেল্লার নবনির্মিত বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে ১৩ জানুয়ারি বিশ্বকাপের ভারতীয় দল স্পেনের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে। এই মাটিতে পুল-ডি-তে ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এরপর ভুবনেশ্বরে ওয়েলসের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবেন তিনি। ২২ জানুয়ারি শুরু হবে নকআউট ম্যাচ। ২২ এবং ২৩ জানুয়ারি ক্রসওভার ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি কোয়ার্টার ফাইনাল এবং ২৭ জানুয়ারি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২৯ জানুয়ারি ফাইনাল ও ব্রোঞ্জ পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন… ব্যাটে রানের খরা,এই মরশুমে হাজারও হল না,দীর্ঘ এক দশকে সব থেকে খারাপ সময় রোহিতের
হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দল
গোলরক্ষক: কৃষ্ণ বাহাদুর পাঠক এবং পিআর শ্রীজেশ।
ডিফেন্ডার: জার্মানপ্রীত সিং, সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং (অধিনায়ক), বরুণ কুমার, অমিত রোহিদাস (সহ-অধিনায়ক), নীলম সঞ্জীপ।
মিডফিল্ডার: মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকান্ত শর্মা, শমসের সিং, বিবেক সাগর প্রসাদ, আকাশদীপ সিং।
ফরোয়ার্ড: মনদীপ সিং, ললিত কুমার উপাধ্যায়, অভিষেক এবং সুখজিৎ সিং।
বদলি খেলোয়াড়: রাজকুমার পাল ও জুগরাজ সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।