প্রসঙ্গটা নতুন নয়, বরং বিরাট কোহলির সেঞ্চুরির খরা কবে কাটবে, তা নিয়ে আলোচনা চলছে গত ২ বছর ধরে। সাম্প্রতিক সময়ে কোহলির ফর্ম নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
খারাপ সময় কাটিয়ে উঠতে কোহলি বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে এশিয়া কাপের জন্য জাতীয় দলে ফেরেন বিরাট। প্রস্তুতি শুরু করেছেন পুরোদমে। আমিরশাহিতে কেমন খেলবেন কোহলি, সেদিকেই নজর রয়েছে সবার।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে অবশ্য কোহলির ফর্ম নিয়ে বিশেষ দুশ্চিন্তায় দেখাল না। বরং তিনি আশাবাদী, এশিয়া কাপেই হয়ত পরিচিত ছন্দে ফিরবেন বিরাট। শুধু তাই নয়, বিসিসিআই সভাপতি আরও একটু এগিয়ে আশা প্রকাশ করেন যে, এশিয়া কাপের আসরেই হয়ত সেঞ্চুরির খরা কাটিয়ে উঠবেন কোহলি।
স্পোর্টস তককে সৌরভ বলেন, ‘বিরাটকে অনুশীলন করতে হবে এবং ওর আরও ম্যাচ খেলা দরকার। ও অসাধারণ খেলোয়াড়। কোহলি ভালো খেলছে শুধু সেঞ্চুরি পাচ্ছে না এই যা। আশা করি এশিয়া কাপেই ও শতরান করবে। আমি অন্তত খুবই আশাবাদী।’
আরও পড়ুন:- The Hundred: দ্য হান্ড্রেডে ধোনির ঝলক, অবিকল মাহির ঢংয়ে ছক্কা হাঁকালেন পেরি, ভিডিয়ো
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও নিজের মতামত জানান। তিনি জানান যে, তাঁর কাছে এটা শুধু একটা ম্যাচ মাত্র। আসল বিষয় হল এশিয়া কাপ জেতা। বোর্ড সভাপতির কথায়, ‘আমি বিষয়টাকে এশিয়া কাপ হিসেবে দেখছি। ভারত-পাকিস্তানের কোনও টুর্নামেন্ট হিসেবে বিষয়টাকে বিবেচনা করছি না। আমি নিজে যখন খেলতাম, আমার কাছে ভারত-পাকিস্তান ম্যাচ ছিল আর পাঁচটা ম্যাচের মতোই। আমি সবসময় চাইতাম টুর্নামেন্ট জিততে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।