বাংলা নিউজ > ময়দান > ওয়ার্নের মৃত্যুতে বিস্মিত নই: হিলির অসংবেদনশীল মন্তব্যে ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়

ওয়ার্নের মৃত্যুতে বিস্মিত নই: হিলির অসংবেদনশীল মন্তব্যে ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়

ওয়ার্নের মৃত্যুতে বিস্মিত নই: হিলির অসংবেদনশীল মন্তব্যে ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়

হিলির এই মন্তব্যকে নেটিজেনরা একেবারেই অসংবেদনশীল বলে মনে করছেন

শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন অস্ট্রেলিয়ার সিনিয়র দলের হয়ে একসঙ্গে ২২ গজে ক্রিকেটটা খেলেছেন ওয়ার্ন এবং ইয়ান হিলি। ওয়ার্নের লেগ স্পিনকে উইকেটের পিছনে দাঁড়িয়ে গ্লাভস পরা হাতে সামলেছেন তিনি। কট হিলি বোল্ড ওয়ার্ন ছিল স্কোরবোর্ডের চির পরিচিত দৃশ্য। শেন ওয়ার্ন গত শুক্রবার থাইল্যান্ডে ছুটি কাটানোর সময় হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওয়ার্নের মৃত্যু সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে হিলি বলেন ওয়ার্নের মৃত্যুতে তিনি 'বিস্মিত' নন। কারণ ওয়ার্ন তার শরীরের খেয়াল একেবারেই রাখতেন না। হিলির এই মন্তব্যকে নেটিজেনরা একেবারেই অসংবেদনশীল বলে মনে করছেন। সোশ্যাল মিডিয়াতে হিলির প্রতি তাদের প্রশ্ন আরও একটু কি সম্মান প্রদর্শন করে কথাটা বলা যেত না!

৫২ বছর বয়সি শেন ওয়ার্নের হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুতে স্তম্ভিত সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। এই অবস্থায় দাঁড়িয়ে হিলির এই মন্তব্য একেবারেই ভালভাবে নেননি নেটিজেনরা। ওয়ার্নের বিষয়ে বলতে গিয়ে হিলি বলেন 'ওয়ার্নের এত তাড়াতাড়ি মৃত্যু আমাকে একেবারেই বিস্মিত করেনি। ও (ওয়ার্ন) নিজের শরীরের প্রতি একেবারেই যত্ন নেয়নি। ও ইয়ো ইয়ো করতে করতে উপরে উঠত, নামত। ও ঠিক করে সানস্ক্রিম মাখত না। আমার মনে হয়েছিল এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে ওর ত্বকের সমস্যা হতে পারত। তবে ৫২ বছর বয়সে মৃত্যু কোনও ভাবেই মেনে নেওয়া না। সবসময় ও বিনসে মুড়ে থাকত।'

হিলির এই মন্তব্যে ক্ষুব্ধ নেটিজেনরা। তার এই মন্তব্যে নাখুশ তারা। অনেকেই মনে করেন হিলির মন্তব্য করার সময়তে আরও বেশি সংবেদনশীল হওয়া প্রয়োজনীয় ছিল। আরও বেশি সম্মান প্রদর্শন করা উচিত ছিল কিংবদন্তি ওয়ার্নের প্রতি।

বন্ধ করুন