বাংলা নিউজ > ময়দান > Sourav Ganguly-Shubman Gill: গিলকে ভুলে গেলেন সৌরভ, হাহাকার ভাজ্জির

Sourav Ganguly-Shubman Gill: গিলকে ভুলে গেলেন সৌরভ, হাহাকার ভাজ্জির

সৌরভ গঙ্গোপাধ্যায় ও শুভমন গিল

সম্প্রতি সৌরভ বেছে নিচ্ছিলেন এমন ক্রিকেটারদের যারা ভবিষ্যত তারকা হয়ে উঠতে পারেন। সেই তালিকায় তিনি নাম নেন দিল্লি ফ্রাঞ্চাইজির দুই ক্রিকেটারের। প্রসঙ্গত এই দিল্লির সঙ্গেই বেশ কিছু দিন কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন সৌরভ।

শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার শুভমন গিল। ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটেই তিনি রান করছেন। করছেন বলাটা ভুল, অত্যন্ত অনায়াসে তিনি হাকাচ্ছেন একের পর এক বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। আইপিএলের 'ইউনিক' তালিকা তৈরির সময় সেই শুভমন গিলের কথাই একেবারে ভুলে গেলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভকে সেই কথা মনে করিয়ে দিয়েই তাঁর প্রাক্তন সতীর্থ, তারকা স্পিনার হরভজন সিংয়ের প্রশ্ন দাদা শুভমনের বিষয়ে কী বলবে?

সম্প্রতি সৌরভ বেছে নিচ্ছিলেন এমন ক্রিকেটারদের যারা ভবিষ্যত তারকা হয়ে উঠতে পারেন। সেই তালিকায় তিনি নাম নেন দিল্লি ফ্রাঞ্চাইজির দুই ক্রিকেটারের। প্রসঙ্গত এই দিল্লির সঙ্গেই বেশ কিছু দিন কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন সৌরভ। পাশাপাশি তিনি অন্যান্য ফ্রাঞ্চাইজি থেকে আরও তিন ক্রিকেটারের নাম নিয়েছেন। কিন্তু শুভমন গিলের নাম সৌরভ নিতে ভুলে যান। আর তখন প্রাক্তন অধিনায়ককে স্মরণ করিয়ে দিয়ে গিলের নাম নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন হরভজন সিং।

স্টার স্পোর্টসের সঙ্গে এক আলোচনায় সৌরভ জানিয়েছেন 'এই মুহূর্তের সেরা ক্রিকেটার সূর্যকুমার যাদব। যদিও তাঁকে নবীন তারকাদের মধ্যে কোনও ভাবেই ধরা যাবে না। তবে এটা বলার পাশাপাশি এও বলব, নবীন তারকাদের মধ্যে প্রতিভাবান ক্রিকেটার পৃথ্বী শ। ওঁর অনেক প্রতিভা। এছাড়াও টি ২০-তে দারুণ প্রতিভা রয়েছে ঋষভ পন্তের। পৃথ্বীর তো এখন মাত্র ২৩ বছর (২৫) বয়স। ওর হাতে এখনও প্রচুর সময় পড়ে রয়েছে। আমি দুই নম্বরে রাখব পন্তকে। এছাড়াও আমি নজর রাখব রুতুরাজ গায়রকোয়াড়ের উপরে। কীভাবে ও খেলছে তার দিকে নজর থাকবে আমার। আমি মনে করি এই তিন ব্যাটারের ভবিষ্যত তারকা হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বোলারদের মধ্যে ফিট থাকলে সেই সম্ভাবনা রয়েছে উমরান মালিকের। ওর জন্য সমর্থকরা ম্যাচের প্রতি উৎসাহিত থাকবে। কারণ ওর হাতে দারুণ পেস রয়েছে।'

বন্ধ করুন