বাংলা নিউজ > ময়দান > India's qualification chances to WTC Final: 'লাকি' সিডনি থেকে সুখবর পেল ভারত, কোন অঙ্কে WTC ফাইনালে উঠতে পারবেন বিরাটরা?

India's qualification chances to WTC Final: 'লাকি' সিডনি থেকে সুখবর পেল ভারত, কোন অঙ্কে WTC ফাইনালে উঠতে পারবেন বিরাটরা?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট খেলবে ভারত। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

India's qualification chances to WTC Final: অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার টেস্ট ড্র হয়ে গিয়েছে। তার জেরে দুই দলই ধাক্কা খেলেও ভারতের লাভ হল। কোন অঙ্কে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে, সেই অঙ্ক দেখে নিন।

‘লাকি’ সিডনি থেকে সুখবর পেল ভারত। রবিবার সিডনিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ড্র হয়ে যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে ভারতের সুযোগ আরও বাড়ল। আপাতত যা পরিস্থিতি, তাতে ভারত ফাইনালে উঠতে পারবে কিনা, তা পুরোটাই নির্ভর করছে নিজেদের উপর।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা

দলপয়েন্ট পার্সেন্টেজ (পিসিটি)পয়েন্টজয়হারড্র
অস্ট্রেলিয়া৭৫.৫৬১৩৬১০
ভারত৫৮.৯৩৯৯
শ্রীলঙ্কা৫৩.৩৩৬৪
দক্ষিণ আফ্রিকা৪৮.৭২৭৬
ইংল্যান্ড৪৬.৯৭১২৪১০
ওয়েস্ট ইন্ডিজ৪০.৯১৫৪
পাকিস্তান৩৮.১৬৪
নিউজিল্যান্ড২৭.২৭৩৬
বাংলাদেশ১১.১১১৬১০

এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন কোন টেস্ট বাকি আছে? 

১) ভারত বনাম অস্ট্রেলিয়া: চারটি টেস্ট হবে। 

২) নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা: দুটি টেস্ট হবে। 

৩) দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ: দুটি টেস্ট আছে।

কোন অঙ্কে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে ভারত?

১) ভারত যদি ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে।

২) ভারত যদি ৩-০ বা ৩-১ ব্যবধানেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতে যায়, তাহলেও চলতি বছর ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন রোহিত শর্মারা।

৩) ভারত যদি অস্ট্রেলিয়া সিরিজে দুটি টেস্ট জেতে, তাহলে অঙ্কের মারপ্যাঁচ আসবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা যে টেস্ট সিরিজ খেলবে, তাতে কমপক্ষে একটি ম্যাচে দ্বীপরাষ্ট্রের হার বা ড্র চাইবে ভারত। তাহলেই ফাইনালে উঠে যাবে।

৪) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত যদি ২-১ ব্যবধানে হেরে যায়, তাহলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবেন বিরাট কোহলিরা। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ যেন নিদেনপক্ষে একটি টেস্ট ড্র করতে বা জিততে হবে। সেইসঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে হারতে হবে শ্রীলঙ্কাকে।

আরও পড়ুন: Dravid's hilarious comment to SKY: 'SKY নিশ্চয়ই আমার ব্যাটিং দেখে বড় হয়নি', দ্রাবিড়ের হাস্যকর কথায় ছক্কা সূর্যের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ফস্কে যেতে পারে অস্ট্রেলিয়ার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট ড্র করায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে সামান্য অঙ্কের মারপ্যাঁচ চলে এল অস্ট্রেলিয়ার সামনে। ভারতের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে হেরে গেলে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিতে গেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে না অস্ট্রেলিয়া। তাহলে ফাইনালে ভারত এবং শ্রীলঙ্কা মুখোমুখি হবে। কিন্তু সেই সম্ভাবনা অত্যন্ত কম। অস্ট্রেলিয়া ভারতে এলেও ৪-০ হারার সম্ভাবনা কার্যত নেই। আবার শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ডে খেলতে হবে।

আরও পড়ুন: সূর্যের দিব্য হাতকে ছুঁয়ে চুম্বন চাহালের, টি২০-র ঈশ্বরের সামনে নতজানু গোটা বিশ্ব

ভারতের কাছে সিডনি ‘লাকি’ কেন?

২০২১ সালে ভারত যখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল, তখন সিডনি টেস্টের গুরুত্বপূর্ণ অবদান ছিল। বছরের (২০২১ সাল) শুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে মাটি কামড়ে থেকে টেস্ট ড্র করেছিল ভারত। যা ভারতের সম্ভাবনা বাড়িয়ে তুলেছিল।

বন্ধ করুন