বাংলা নিউজ > ময়দান > এটা কী করে আউট হয়? স্বামীর জন্য সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারের বিরুদ্ধে হার্দিকের স্ত্রী

এটা কী করে আউট হয়? স্বামীর জন্য সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারের বিরুদ্ধে হার্দিকের স্ত্রী

আউট দেওয়ার সিদ্ধান্ত দেখে অবাক হার্দিক পান্ডিয়া (ছবি-এপি)

হার্দিক পান্ডিয়া কি আদৌ আউট ছিলেন? ক্রিকেট জগতে এখন এই প্রশ্নটাই চর্চার কেন্দ্র বিন্দুতে রয়েছে। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হার্দিক পান্ডিয়ার আউট নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ভারতের ইনিংসের ৪০তম ওভারের চতুর্থ বলে এই ঘটনাটি ঘটে ছিল।

হার্দিক পান্ডিয়া কি আদৌ আউট ছিলেন? ক্রিকেট জগতে এখন এই প্রশ্নটাই চর্চার কেন্দ্র বিন্দুতে রয়েছে। বুধবার ভারত বনাম নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হার্দিক পান্ডিয়ার আউট নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ভারতের ইনিংসের ৪০তম ওভারের চতুর্থ বলে এই ঘটনাটি ঘটে ছিল। 

ড্যারিল মিচেলের বল কাট করতে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। বলটি ব্যাটে লাগেনি। উইকেটকিপারের হাত ছিল একদম স্টাম্পের পিছনে। দু’-এক বার রিপ্লে-তে এটাও মনে হয়, উইকেটের আগেই ছিল তাঁর গ্লাভস। সে ক্ষেত্রে আম্পায়ারের নো বল ডাকার কথা। আবার অন্য কোণ থেকে দেখা যায়, উইকেটকিপারের গ্লাভসে লেগে বেল পড়ছে। তৃতীয় আম্পায়ার কে অনন্তনারায়ণন অনেক কোণ থেকে রিপ্লে দেখে আউট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই রিপ্লে দেখে আউট দেওয়ার পরে সকলেই অবাক হয়ে যান। পরের দিকে রিপ্লে দেখে পরিষ্কার বোঝা যায়, বল মোটেই স্টাম্পে লাগেনি। বেশ কিছুটা উপর দিয়েই গিয়েছিল। অর্থাৎ বেল যে কিপারের গ্লাভসে লেগেই পড়েছে, সেটা প্রমাণ হয়ে গিয়েছিল।

আরও পড়ুন… ফের যদি তোমার সঙ্গে ব্যাট করতে পারতাম-অবসর নেওয়া আমলাকে মর্মস্পর্শী বার্তা এবি'র

অনেকেই মনে করেন বিতর্কিত আউট দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। ম্যাচের পরে সেই আউট নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন অন্যায়ের শিকার হয়েছেন হার্দিক পান্ডিয়া। এ বার সেই আউট নিয়ে মুখ খুললেন হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্তানকোভিচও। বাকিদের মতোই হার্দিকের স্ত্রী তোপ দেগেছেন আম্পায়ারদের দিকে। আউট দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন হার্দিকের স্ত্রী নাতাশা।

<p>নাতাশা স্তানকোভিচের পোস্ট (ছবি-ইনস্টাগ্রাম)</p>

নাতাশা স্তানকোভিচের পোস্ট (ছবি-ইনস্টাগ্রাম)

আরও পড়ুন… একেবারে ধোনির সঙ্গে শুভমনের তুলনা করে বসলেন সঞ্জয় মঞ্জরেকর

নাতাশা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হার্দিক পান্ডিয়ার আউট হওয়ার সেই মুহূর্তের দু’টি ছবি পোস্ট করেছেন। নাতাশা একটি বড় প্রশ্ন তুলেছেন। এই ছবির পাশে তিনি লিখেছেন, ‘ব্যাটের সঙ্গে বলের কোনও সংযোগ হয়নি। ও বোল্ডও হয়নি। তা হলে এটা কেন আউট দেওয়া হল?’ সেই প্রশ্নটি বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞও করেছেন। অনেকেই এই আউটটি দেখে অবাক হয়েছেন। প্রত্যেকেই নিজেদের মতো করে এই আউটের ব্যাখ্যা দিয়েছেন। জায়ান্ট স্ক্রিনে আম্পায়ারের আউটের সিদ্ধান্ত জানানোর পর মাথা নাড়তে নাড়তে ফিরে যান হার্দিক। পরে আবার একটি কোণ থেকে রিপ্লে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন তৃতীয় আম্পায়ার। কিন্তু হার্দিক তত ক্ষণে সাজঘরে ফিরে যাওয়ার আর সেটির দরকার পড়েনি। ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বিস্ময় প্রকাশ করেন আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মদ খেয়ে অডি গাড়িতে বিজেপি নেতার ছেলে, একের পর এক ধাক্কা, উধাও পানশালার ফুটেজ ‘এই মালগুলো গাঁজা, মদ খায়….’, শুভেন্দুর কথায় চটলেন ডাক্তাররা, দিলেন ‘ওয়ার্নিং’ এই বাংলার মেয়ে, বাংলাদেশের ‘বউ’,গায়িকা সুনিধির থেকে সাড়ে ৫লক্ষ হাতাল দুষ্কৃতীরা IND v BAN: ভারত-বাংলাদেশ টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান কাদের? সেরা ৫-এ রয়েছেন কোহলি বিতর্কের কোনও মানে হয় না, প্রধান বিচারপতির বাড়িতে মোদীর গণেশ বন্দনা, লিখলেন MP লাগাতার বিক্ষোভ-মিছিলে পুজোর আগে ক্ষতি ব্যবসার, পালটা পথে নামছেন হকাররা ভেজা জামাকাপড়ে স্বস্তিতে থাকতে পারছে না জুনিয়র ডাক্তাররা, হাত বাড়াল শহরবাসী বিপর্যয়ের ৪২ দিন পর বিদ্যুৎ ফিরল হিমাচলের গ্রামে, এখনও বিচ্ছিন্ন যোগাযোগ বাবা, ভাই, প্রেমিকাকে দায়ী করে ফেসবুক লাইভে এসে গঙ্গায় ঝাঁপ যুবকের, মেলেনি দেহ ‘আমিও দুজনের নামও বলেছি’,যৌন হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে কী বলেন ঋতাভরী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.