২০২৪ প্যারিস অলিম্পিক্স শুরুর অপেক্ষায় গোটা বিশ্ব। হাতে আর মাত্র কয়েকটা দিন। ঢাকে আনুষ্ঠানিক ভাবে কাঠি পড়ল বলে! ২৬ জুলাই শুরু হয়ে অলিম্পিক্স চলবে ১১ অগস্ট পর্যন্ত। এবারের অলিম্পিক্সে থাকছে নানা অভিনবত্ব। চার রকমের নতুন খেলা যুক্ত হচ্ছে এবারের প্যারিস অলিম্পিক্সে। উদ্বোধনী অনুষ্ঠান থেকে পদক- সবেতেই থাকছে নানা চমক।
এবারের অলিম্পিক্সে মোট ১০,৫০০ অ্যাথলিট অংশ নিতে চলেছেন। এর মধ্যে ভারতের ১১৭ জন খেলোয়াড় অংশ নেবেন। ভারতের সবচেয়ে বড় দল অ্যাথলেটিক্সে। যাচ্ছেন মোট ২৯ জন অ্যাথলিট। তার মধ্যে ১১ জন মহিলা ও ১৮ জন পুরুষ। দ্বিতীয় সর্বোচ্চ দল শুটিংয়ে। যাচ্ছেন ২১ জন। আর হকিতে রয়েছেন ১৯ জন খেলোয়াড়। এছাড়া টেবিল টেনিসে আট জন এবং ব্যাডমিন্টনে সাত জন রয়েছেন। কুস্তি, তিরন্দাজি এবং বক্সিংয়ে ছ'জন করে আছেন। গল্ফে চার জন, টেনিসে তিন জন, সাঁতারে দু'জন, সেলিংয়ে দু'জন, অসিচালনা, জুডো, রোয়িং এবং ভারোত্তোলনে এক জন করে রয়েছেন।
মোট কতগুলি দেশ অংশ নিচ্ছে এবারের অলিম্পিক্সে জানেন? প্যারিসে ২০২৪ সংস্করণে মোট ২০৬টি দেশ অংশ নিচ্ছে। এছাড়াও জাতীয় অলিম্পিক্স কমিটি (এনওসি) 'স্বতন্ত্র নিরপেক্ষ ক্রীড়াবিদ' এবং শরণার্থী অলিম্পিক্স দল প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে, আইওসি রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদের নিজ নিজ দেশের পতাকার নীচে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষিদ্ধ করেছিল। এই অঞ্চলের ক্রীড়াবিদরা ‘স্বতন্ত্র নিরপেক্ষ ক্রীড়াবিদ’ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
আরও পড়ুন: Champions Trophy 2025-এ কোনও হাইব্রিড মডেল হবে না… ভারতকে সতর্ক করলেন PCB চেয়ারম্যান মহসিন নাকভি
প্যারিস অলিম্পিক্স আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছিল দশ বছর আগে। এটি অলিম্পিকের ৩৩তম সংস্করণ। মোট ৫,০৮৪টি পদক রয়েছে। সোনা, রুপো এবং ব্রোঞ্জের সাথে মিশ্রিত হবে লোহা। জানা গিয়েছে, প্যারিস অলিম্পিক্সের পদকগুলোতেও থাকবে ফরাসি ঐতিহ্য। প্রতিটি পদক্ষেপে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার থেকে সংগৃহীত লোহা থাকবে। সোনার পদকের ওজন হবে ৫২৯ গ্রাম। রুপোর পদকের ওজন হবে ৫২৫ গ্রাম। ব্রোঞ্জ পদকের ওজন ৪৫৫ গ্রাম হবে।
প্যারিস অলিম্পিক্সে এবার যে চারটি নতুন খেলা যুক্ত হচ্ছে সেগুলি হলো ব্রেক ডান্সিং, স্কেটবোর্ডিং, সার্ফিং ও স্পোর্টস ক্লাইম্বিং। টোকিও অলিম্পিক্সে থাকা ক্যারাটে, বেসবল, সফটবলের মতো খেলাগুলি অবশ্য এবার থাকছে না। বেশ কিছু ক্রীড়াক্ষেত্রে রয়েছে মিক্সড ইভেন্ট।
প্যারিস অলিম্পিক্স আয়োজনে সবচেয়ে বড় চমক উদ্বোধনী অনুষ্ঠানেই। এই প্রথম কোনও স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে না। পুরো অনুষ্ঠানটিই হবে সেন নদীতে। প্যারিস অলিম্পিক্সের ট্রায়াথলন ও ম্যারাথন সুইমিং হবে এই নদীতেই। নদীর জল সংশয় ঘোচাতে নিজে সাঁতার কেটেছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওডিয়া কাস্তেরা। জানা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠান সেন নদীতে শুরু হয়ে শেষ হবে আইফেল টাওয়ারে গিয়ে। ফলে নিশ্চিত ভাবেই এটি বড় ধরনের চমক হতে চলেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।