বাংলা নিউজ > ময়দান > Gill reveals how Dhoni inspires him: 'আমি তো অভিষেকে শূন্যতে আউট হয়েছিলাম', কীভাবে হতাশ গিলকে চাঙ্গা করেছিলেন ধোনি?

Gill reveals how Dhoni inspires him: 'আমি তো অভিষেকে শূন্যতে আউট হয়েছিলাম', কীভাবে হতাশ গিলকে চাঙ্গা করেছিলেন ধোনি?

অভিষের ম্যাচে আউট হয়ে ফিরছেন শুভমন গিল। তারপর কীভাবে তাঁকে চাঙ্গা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি, তা ফাঁস করলেন গিল। (ফাইল ছবি, সৌজন্যে গেটি ইমেজস এবং এপি)

Gill reveals how Dhoni inspires him: ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত খেলার পর ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শুভমন গিলের। তবে মাত্র নয় রানে আউট হয়ে গিয়েছিলেন। তারপর মহেন্দ্র সিং ধোনি চাঙ্গা করেছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে শুভমন গিলের অভিষেকটা একেবারেই সুখকর হয়নি। মাত্র নয় রানে আউট হয়ে গিয়েছিলেন। ভারতও ১০০ রানের গণ্ডি পার করতে পারেননি। তা নিয়ে স্বভাবতই হতাশ ছিলেন তরুণ তুর্কি। তাঁকে চাঙ্গা করতে কী করেছিলেন মহেন্দ্র সিং ধোনি, তা ফাঁস করলেন গিল।

সোনম বাজওয়ার 'দিল দিয়া গাল্লা'-তে গিল ‘যেদিন আমার অভিষেক হয়েছিল, সেদিন ভারত ৮০-৯০ রানে অল-আউট (৩০.৫ ওভারে ৯২ রানে অল-আউট হয়েছিল) হয়ে গিয়েছিল ভারত। নয় রানে আউট হয়ে গিয়েছিলাম আমি। তারপর আমি বাইরে বসেছিলাম। অভিষেক ম্যাচে কম রানে আউট হয়ে যাওয়ায় এবং ম্যাচে হেরে যাওয়ায় মন খারাপ ছিল। মাহি ভাই এসে দেখেছিল যে আমার মন খারাপ। সেইসময় আমার বয়স ছিল ১৮-১৯।’ 

কীভাবে ধোনি এসে তাঁকে চাঙ্গা করেছিলেন, তা ওই অনুষ্ঠানে জানান গিল। তিনি বলেন, 'ধোনি ভাই বলেছিল যে আমার থেকে তো তোমার অভিষেক ভালো হয়েছিল। কারণ (মাহি ভাই) তো অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হয়ে গিয়েছিল। (মাহি ভাই) একটাও বল খেলার সুযোগ পায়নি। (বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই) রান-আউট হয়ে গিয়েছিল। তারপর (মাহি ভাই) হাসতে শুরু করে গিয়েছিল এবং মজা করছিল। '

কবে অভিষেক হয়েছিল গিলের?

২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত খেলার পর ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গিলের। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম তিনটি ম্যাচেই জিতে যাওয়ায় চতুর্থ ম্যাচে গিলকে সুযোগ দিয়েছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে খেলেননি ধোনি। 

আরও পড়ুন: NZ players on Dhoni run-out: ধোনি থাকলেই বুক কাঁপে! ২০১৯-র বিশ্বকাপের সেই রান-আউট নিয়ে মুখ খুলল নিউজিল্যান্ড

রোহিত শর্মার অধিনায়কত্বে মুখ থুবড়ে পড়েছিল ভারত। হ্যামিলটনে মাত্র ৯২ রানে অল-আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তিন নম্বরে নেমে মাত্র নয় রান করেছিলেন গিল। তিনি যখন আউট হয়েছিলেন, তখন ভারতের স্কোর ছিল ১২ ওভারে পাঁচ উইকেটে ৩৩ রান। শেষপর্যন্ত ২১২ বল বাকি থাকতেই আট উইকেটে জিতে গিয়েছিল নিউজিল্যান্ড। ম্যাচের সেরা হয়েছিলেন ট্রেন্ট বোল্ট।

আরও পড়ুন: মহেন্দ্র সিং ধোনি কি হবেন টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ? কীসের ইঙ্গিত দিলেন প্রাক্তন তারকা

ধোনির অভিষেক কেমন হয়েছিল?

২০০৪ সালের ২৩ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হয়েছিল ধোনির। সাত নম্বরে নেমেছিলেন। কিন্তু প্রথম বলেই রান-আউট হয়ে গিয়েছিলেন। কোনও বলও খেলার সুযোগ পাননি। রান-আউট হয়ে ড্রেসিংরুমের পথ ধরতে হয়েছিল। যিনি পরবর্তীতে বিশ্ব ক্রিকেটকে শাসন করেছিলেন। হয়ে উঠেছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফিনিশার। অধিনায়ক হিসেবে জিতেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন