বাংলা নিউজ > ময়দান > Paris Olympics 2024: নীরজের ইঙ্গিতেই মনুর সঙ্গে সমাপ্তি অনুষ্ঠানে ভারতের যৌথ পতাকাবাহক শ্রীজেশ

Paris Olympics 2024: নীরজের ইঙ্গিতেই মনুর সঙ্গে সমাপ্তি অনুষ্ঠানে ভারতের যৌথ পতাকাবাহক শ্রীজেশ

মনুর সঙ্গে সমাপ্তি অনুষ্ঠানে ভারতের যৌথ পতাকাবাহক শ্রীজেশ। ছবি- টুইটার।

Paris Olympics 2024: শ্রীজেশকে সম্মান জানাতেই কার্যত নিজেকে লড়াই থেকে সরিয়ে নেন নীরজ চোপড়া।

শুভব্রত মুখার্জি:- ভারতের অলিম্পিক গেমসের ইতিহাসে কিংবদন্তি অ্যাথলিট নীরজ চোপড়া। পরপর দুটি অলিম্পিক গেমসে ভারতের হয়ে জ্যাভলিনে পদক জিতেছেন তিনি। টোকিও অলিম্পিক গেমসে প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। এবার প্যারিসেও তিনি জিতেছেন রুপো।

মানুষ হিসেবেও যে তিনি কতটা বড় তার ইঙ্গিত পাওয়া গেল সম্প্রতি। তাঁর অনবদ্য ইঙ্গিতেই পিআর শ্রীজেশকে সমাপ্তি অনুষ্ঠানে ভারতের যৌথ পতাকাবাহক হিসেবে বেছে নিয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। না হলে সমাপ্তি অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকাবাহক হওয়ার কথা ছিল মনু ভাকেরের সঙ্গে নীরজ চোপড়ার।

এই অলিম্পিক গেমস শ্রীজেশের শেষ অলিম্পিক গেমস। সেকথা মাথায় রেখেই ভারতীয় পুরুষ হকি দলের ব্রোঞ্জপদক জয়ী শ্রীজেশকে এই সম্মান দেওয়ার কথা বলেছিলেন খোদ নীরজ। যাতে সিলমোহর দিয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।

এই বিষয়টি নিশ্চিত করেছেন আইওএর সভাপতি পিটি ঊষা। তিনি জানিয়েছেন এই সিদ্ধান্তটা ভারতের জন্য খুব আবেগঘন এবং অবশ্যই জনপ্রিয় একটা সিদ্ধান্ত। দেশের ক্রীড়া জগত এবং হকির জন্য শ্রীজেশের যে ভূমিকা রয়েছে সেকথা মাথাতে রেখেই সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পিটি ঊষা।

আরও পড়ুন:- Paris Olympics 2024: প্যারিসে সর্বাধিক সোনা জিতেছে কারা, দেখুন সেরা ১০-এর তালিকা

প্রথমে আইওএর তরফে ভাবা হয়েছিল রুপো জয়ী নীরজ চোপড়ার নাম। পরবর্তীতে নিজেই শ্রীজেশের নাম প্রস্তাব করেন। বাকিরা সকলেই এই প্রস্তাবে সায় দিয়েছেন। পিটি ঊষা জানিয়েছেন, 'আমি নিজে বিষয়টি নিয়ে নীরজ চোপড়ার সঙ্গে কথা বলেছি। আমি ওর আচরণ, ওর ইঙ্গিতে মুগ্ধ। যেই বিষয়টি নিয়ে ওর (নীরজের) সঙ্গে আলোচনা হয়েছে। ও একবাক্যে রাজি হয় যায় শ্রীজেশকে পতাকাবাহক করার বিষয়টিতে। আমাকে তো ও বলেই দিল ম্যাম আপনি যদি নাও বলতেন তাহলেও আমি শ্রী ভাইয়ের (শ্রীজেশের) নাম আপনাকে বলতাম।'

আরও পড়ুন:- Paris Olympics Medal Tally: শেষ ইভেন্টে সোনা জিতে চিনকে টপকে ফার্স্টবয় USA, দেখে নিন প্যারিস অলিম্পিক্সের পদক তালিকা

পিটি ঊষা আরো যোগ করেন, ' নীরজের এই আচরণে বোঝা যায় ও সবাইকে কতটা সম্মান করে। শ্রীর (শ্রীজেশের) প্রতি যে সম্মানটা নীরজ এককথায় দেখিয়েছে আমি অভিভূত। ভারতীয় খেলাধূলার জগতে শ্রীজেশের অসীম অবদান রয়েছে। ওর কেরিয়ারের শেষ বেলায় আমাদের তরফে এই সম্মানটা ওকে দেখানোটা খুব প্রয়োজন ছিল।'

আরও পড়ুন:- Paris Olympics Marathon: হাল ছাড়তে দেননি দর্শকরা, ম্যারাথনে লাস্ট হয়েও বিপুল অভিবাদন পেলেন ভুটানের লামো- ভিডিয়ো

ঘটনাচক্রে ৩৬ বছর বয়সী ভারতীয় হকি দলের গোলরক্ষক আগেই জানিয়ে দিয়েছিলেন এই অলিম্পিক গেমস তাঁর শেষ গেমস হতে চলেছে। তিনি প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতেই তার আন্তর্জাতিক কেরিয়ার শেষ করলেন। ঘটনাচক্রে ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমসেও শ্রীজেশ ভারতীয় দলের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পুজোয় ভিলেন হতে পারে বৃষ্টি? না কি আকাশ থাকবে ঝলমলে, দেখে নিন এখনই প্রতিদিন ৫ স্থানে প্রদীপ জ্বালানো করবে লক্ষ্মীকে প্রসন্ন, সঙ্গে মিলবে পিতৃর কৃপা '৫০০ কোটি ডলার চাইব', বলেছিলেন ইউনুস, শেষে ২ বিলিয়নই পেল বাংলাদেশ কুলদীপ বাদ! মানতে পারছেন না মঞ্জরেকর, ভালো খেলেও চেন্নাই টেস্টে নেই সরফরাজ খান পেজারের পর ওয়াকিটকি, পকেটে পকেটে বিস্ফোরণ লেবাননে, মৃত ৩২, জখম ৩২৫০ মধুমিতার জীবনে এসেছে নতুন কেউ? কার নামে সিঁদুর পরছেন নায়িকা? 'আমি কি জনপ্রিয়?' ছেলের 'গুগলি' প্রশ্নে টলমল করিনা! জবাবে তৈমুরকে কী বললেন বেবো ‘আমি কি মুটিয়ে যাচ্ছি?’ বরকে সটান প্রশ্ন ক্যাটরিনার, কী জবাব দেন ভিকি কেন শুধু গয়াতে পিণ্ডদানের এত গুরুত্ব? কবে থেকে কে শুরু করেন এই প্রথা জেনে নিন কোয়েল-শুভশ্রীকে টক্কর দিয়ে কোন চ্যানেলে দুর্গা হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর পায়েল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.