যদিও জোহানেসবার্গে চলতি দ্বিতীয় টেস্টে শার্দুল ঠাকুর ইতিমধ্যেই বল দিয়ে প্রভাব ফেলেছিলেন, তবে তিনি দ্বিতীয় ইনিংসে ২৪ বলে ২৮ রান করে ব্যাট হাতে নিজের ছাপ রেখেছেন। ধারাভাষ্যকার, এরিক সিমন্স জানিয়েছেন কীভাবে ২০১৯ সালের আইপিএল ফাইনাল শার্দুল ঠাকুরকে বদলে দিয়েছিল। এরিক সিমন্স বলেন, ‘শার্দুলের ব্যাটিংয়ের গল্প বলতে হবে। আমি সিএসকে যে ফ্র্যাঞ্চাইজিতে ছিলাম তখন সে একই ফ্র্যাঞ্চাইজিতে ছিল। দুই বছর আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ফাইনালে আমাদের শেষ বলে জিততে হলে দুই রানের দরকার ছিল। লাসিথ মালিঙ্গার শেষ ওভারের শেষ বলে মুখোমুখি হয়েছিলেন শার্দুল ঠাকুর। ম্যাচের শেষ বলে তিনি এলবিডব্লিউ আউট হন। সেই ম্যাচ হেরে বিধ্বস্ত হয়ে পড়েন শার্দুল।’
সিমন্স, যিনি সেই সময়ে সিএসকে-র সঙ্গে যুক্ত ছিলেন, তিনিও জানিয়েছেন যে, শার্দুল ঠাকুরকে হতাশায় ডুবে যেতে দেখেছেন তিনি। শার্দুল ম্যাচের পরে দীর্ঘক্ষণ এক কোণে সময় কাটাচ্ছিলেন। সিমন্স আরও বলেন, ‘সে এক কোণে বসে ছিল কারণ আমি জানি না কতক্ষণ! এটাই তার চরিত্র। কেউ তাকে বলতে পারেনি, কেউ তাকে সান্ত্বনা দিতে পারেনি... 'শোনো, এটা তোমার দোষ ছিল নয়'।’
সিমন্স আরও বলেন, ‘প্রকৃতপক্ষে, তিনি সেই ম্যাচে বিশেষভাবে ভালো বোলিং করেছিলেন। আমি যা বলার চেষ্টা করছি সেই ম্যাচটি তাকে কী করেছিল। তিনি বাইরে গিয়ে এটা আমার সাথে আর কখনও ঘটবে না' নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। একজন ব্যাটসম্যান হতে যা লাগে তার আছে… তার ব্যাটিংয়ে সে যে পরিমাণ কাজ করে… এমনকি ক্যালিপসো শৈলীর সব শট নিয়েও আমরা কথা বলি, তার ব্যাটিং নিয়ে অনেক স্টেরিওটাইপ আছে। এটি তার চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে যে তিনি সেই জায়গা থেকে উঠে এসেছেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।