বাংলা নিউজ > ময়দান > টিম মিটিংয়ে আগ্রাসী বিরাটের কেমন আচরণ? দায়িত্ব ছেড়ে ফাঁস প্রাক্তন নির্বাচকের

টিম মিটিংয়ে আগ্রাসী বিরাটের কেমন আচরণ? দায়িত্ব ছেড়ে ফাঁস প্রাক্তন নির্বাচকের

মোতেরায অনুশীলনে বিরাট কোহলি। (ছবি সৌজন্য, টুইটার @BCCI)

কেমন মেজাজ থাকে বিরাটের?

শুভব্রত মুখার্জি

বিরাট কোহলি মানেই ক্রিকেটের ২২ গজ সাক্ষী থাকে, এক আক্রমণাত্মক মেজাজের মানুষের। বিপক্ষকে যিনি তাঁর শারীরিক ভঙ্গিমার মধ্যে দিয়েই কাঁপুনি ধরিয়ে দেন। তাবড় তাবড় প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলা বিরাট কোহলি ২২ গজের বাইরেও কি এমন? টিম মিটিংয়ে অধিনায়ক কোহলির ভূমিকা ঠিক কেমন থাকে? বিরাটের এমন সব অজানা দিক তুলে ধরলেন প্রাক্তন জাতীয় নির্বাচক তথা ভারতীয় দলের প্রাক্তন স্পিনার শরণদীপ সিং।

শরণদীপ সিং এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মাঠের বাইরের কোহলির সঙ্গে মাঠের ভিতরের কোহলির কোনও মিল নেই। 'শ্রোতা' বিরাটের নানা দিক উন্মোচন করলেন তিনি। শরণদীপ বলেন, 'বিরাট আসার পরে জাতীয় দল নির্বাচনের বৈঠকে এক থেকে দেড় ঘণ্টা ধরে চলে। ও খুব ভালো শ্রোতা। আমি জানি না সাধারণ মানুষ ওর সম্পর্কে কী ভাবে।'

তিনি আর ও বলেন, 'ম্যাচে ওকে দেখবেন ব্যাটিং, ফিল্ডিংয়ের সময় ও কতটা আগ্রাসী। ফলে অনেকের ধারণা যে ওর মাথা গরম। ও বুঝি খুব অহংকারী। মাঠের বাইরে সব সময় ঠান্ডা মাথার লোক বিরাট। নির্বাচনী বৈঠকে প্রচণ্ড নম্রভাবে ওকে কথা বলতে দেখেছি। আগে সবার কথা শোনে। তারপরে নিজের সিদ্ধান্ত জানায়।'

ব্যক্তি বিরাট সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেন, 'জানলে অবাক হবেন ওর বাড়িতে কোনও পরিচারক নেই। ও এবং অনুষ্কা সবাইকে নিজের হাতে খাবার দেয়। এর থেকে আর কি বা বেশি আপনি চাইতে পারেন? ও আপনার সামনে বসে আপনার সঙ্গে কথা বলবে,আপনাকে ডিনারে নিয়ে যাবে। প্রত্যেকটা ক্রিকেটার ওকে শ্রদ্ধা করে। মাঠের ভিতরে ওকে স্বাভাবিকভাবেই আগ্রাসী হতেই হয়। কারণ ও অধিনায়ক।'

বন্ধ করুন