শুভব্রত মুখার্জি: ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট বিশ্ব। দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচে ঘটেছিল এই জঘন্য কান্ড। যা ক্রিকেটের ইতিহাসে অন্যতম কলঙ্কময় অধ্যায়। যে অধ্যায়ের কারণে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছিল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং ক্যামেরন ব্যানক্রফটকে।
পাশাপাশি স্মিথ, ওয়ার্নারের নেতৃত্বের উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল। পরবর্তীতে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেও, নেতৃত্বের নিষেধাজ্ঞা বজায় ছিল। সম্প্রতি স্মিথের উপর থেকে নেতৃত্বেপ নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বের উপর থেকে অবশ্য নিষেধাজ্ঞা ওঠেনি। সম্প্রতি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানিয়েও প্রত্যাহার করেন ওয়ার্নার। আর এই ঘটনার পরপরই 'স্যান্ডপেপার গেট' কান্ড নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এনেছেন প্রাক্তন অজি ক্রিকেটার ইয়ান হিলি।
আরও পড়ুন: গত এক বছরে ওরা ক'টা শতরান করেছে- কোহলি, রোহিত, রাহুলের উপর ক্ষোভ উগরালেন মদন লাল
ওই সিরিজে ধারাভাষ্যকরদের তালিকায় ছিলেন প্রাক্তন অজি অধিনায়ক মার্ক টেলর এবং কিপার ব্যাটার ইয়ান হিলি। যে দিন এই কুখ্যাত ঘটনা ঘটেছিল, সে দিন সকালের অজি ড্রেসিংরুমের এক বিস্ফোরক ঘটনার কথা সামনে এনেছেন হিলি। তিনি সেন রেডিওকে জানিয়েছেন, ‘সেই দিন আমি অস্ট্রেলিয়ার সাজঘরে যাই। আমি এবং মার্ক টেলর হোবার্ট থেকে সেই দিন সোজা ওখানে এসে পৌঁছই। আমাদের উদ্দেশ্য ছিল দলকে উৎসাহ দেওয়া। কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমাদের পারফরম্যান্স খারাপ হচ্ছিল। পাঁচ জন ক্রিকেটারকে দল থেকে বসানোও হয়। আমরা সাজঘরে গিয়ে দেখি একজন অচেনা ব্যক্তি ক্রিকেটারদের উদ্দেশ্য করে কিছু বলছে। আমরা শুনতে পাই যে, সেই ব্যক্তি ক্রিকেটারদের বলছেন, তোমাদেরকে টাকা দেওয়া হয় ম্যাচ জেতার জন্য, অন্য কিছুর জন্য নয়। সেই ব্যক্তি যে ভাবে কথা বলছিলেন, সেটা মোটেও খুব ভালো ছিল না। খারাপ লেগেছিল শুনতে।’
আরও পড়ুন: সবচেয়ে কম ওভার বল করে তুলে নিল ১০ উইকেট, নতুন বিশ্ব রেকর্ড পাক স্পিনারদের
হিলি দাবি করেছেন, বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে ডেভিড ওয়ার্নারের যে মন কষাকষি চলছে, তা তাড়াতাড়ি মিটে যাবে। এই বিষয়ে কোনও ধরনের কোনও শুনানির দরকার পড়বে না বলেই তিনি আশা প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, ‘ওয়ার্নার কিন্তু এখানে ক্রিকেটের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ওই প্যানেলের কাজ ছিল ক্রিকেট সম্বন্ধীয় সমস্যা দূরীকরণ। তারা এখন কেন এF রকম করছে (ওয়ার্নারের সঙ্গে ঝামেলা প্রসঙ্গে) ? অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের অ্যাসোসিয়েশনের সঙ্গে এর আগে তাদের সমস্ত আলোচনার বিষয় তো বাইরে আসেনি (ওয়ার্নার প্রসঙ্গ বাইরে আসা নিয়ে মন্তব্য)। তাদের কাজ হল,সবটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, তা দেখা। আমি ডেভিড ওয়ার্নারের সঙ্গে সহমত, এই ভাবে এই বিষয়গুলো বাইরে আসাটা একেবারেই অনুচিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।