বাংলা নিউজ > ময়দান > তালিবান শাসনেও আফগানিস্তান থেকে ক্রিকেটটা মুছে যাবে না, আশায় লালচাঁদ রাজপুত

তালিবান শাসনেও আফগানিস্তান থেকে ক্রিকেটটা মুছে যাবে না, আশায় লালচাঁদ রাজপুত

লালচাঁদ রাজপুত।

আফগানিস্তানের ক্রিকেট বোর্ড সম্প্রতি দাবি করেছিল, তালিবান নাকি ক্রিকেট ভালবাসে। তাই শুরু থেকেই ওরা ক্রিকেটকে সমর্থন করে আসছে। যে কারণে ক্রিকেটের বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে মনে করছে আফগান ক্রিকেট বোর্ড।

তালিবান শাসনে অশান্তির চোরাস্ত্রোত বয়ে চলেছে আফগানিস্তানে। দেশের গণতান্ত্রিক সরকারকে জোর করে সরিয়ে ক্ষমতা দখল করেছে তালিবান। অনিশ্চয়তার মুখে আফগানদের ভবিষ্যৎ! প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছেন দেশের নাগরিকেরা। এই অবস্থায় আফগানিস্তানে কি আদৌ ক্রিকেটটা খেলা সম্ভব হবে?

আফগানিস্তানের ক্রিকেট বোর্ড সম্প্রতি জানিয়েছে, ‘তালিবান ক্রিকেট ভালবাসে। ওরা শুরু থেকে ক্রিকেটকে সমর্থন করে আসছে। আমাদের বিষয়ে মনে হয় না হস্তক্ষেপ করবে।’ এমনটাই মনে করছেন লালচাঁদ রাজপুতও। আসলে তিনি ২০১৬-'১৭ আফগানিস্তানের কোচ ছিলেন। সে কারণে তাদের সঙ্গে একটি আত্মিক সম্পর্ক রয়েছে।

তবে তিনি আশঙ্কিতও। বলেছেন, ‘টেলিভিশনে ছবিগুলো দেখছি, সত্যিই ভয়াবহ। কিছু ভিডিও দেখে তো মন অস্থির হয়ে উঠেছে।’ এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘আমি আফগানিস্তান থেকে সরে গিয়েছিলাম, ভালর জন্যই হয়েছিল। আমি জিম্বাবোয়ে ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। যেটা ভাল হয়েছিল।’

তবে আফগানিস্তান নিয়ে আশঙ্কা থাকলেও লালচাঁদ রাজপুত মনে করেন, ‘আমি নিশ্চিত যে তালিবান ক্রিকেটকে সমর্থন করবে। কারণ এটি আফগানিস্তানের সবচেয়ে বড় খেলা। ক্রিকেট খেলে ওরা আনন্দ পায়। আমি আফগানিস্তানের অনেক প্লেয়ারের সঙ্গেই কথা বলেছি, ওরা প্রত্যেকেই আত্মবিশ্বাসী, ক্রিকেট নিয়ে কোনও সমস্যা হবে না বলে।’

বন্ধ করুন