বাংলা নিউজ > ময়দান > নিউজিল্যান্ডের 'ভুলেই' হাতছাড়া, বিশ্বকাপ ফাইনালে শিক্ষা দিয়েছিলেন স্টোকস, হতাশ টেলর

নিউজিল্যান্ডের 'ভুলেই' হাতছাড়া, বিশ্বকাপ ফাইনালে শিক্ষা দিয়েছিলেন স্টোকস, হতাশ টেলর

বিশ্বকাপ ফাইনালে শিক্ষা দিয়েছিলেন স্টোকস। ছবি টুইটার

টেলর লিখেছেন ২০১০ সালে তারা (স্টোকস) যখন একসঙ্গে ডারহামের হয়ে খেলছিলেন তখন তিনি তৎকালীন কিউয়ি বোর্ডের সিইও জাস্টিন ভনকে, স্টোকসের বিষয়ে বলেছিলেন।

শুভব্রত মুখার্জি: প্রাক্তন নিউজিল্যান্ড তারকা রস টেলরের আত্মজীবনী প্রকাশ পাওয়ার পরেই একেক দিন নানা বিতর্কিত এবং বিস্ফোরক ঘটনা সামনে আসছে। এবার যে ঘটনাটি সামনে এসেছে তা বাস্তবায়িত ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের চিত্রটাই বদলে যেত। এতদিনে ইংল্যান্ড নয় বরং নিউজিল্যান্ডের ঘরেই ঢোকার কথা ছিল ওয়ানডে বিশ্বকাপের ট্রফিটার। রস টেলরের দাবি 'যুবক' স্টোকস নিউজিল্যান্ড দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে রাজি ছিলেন। তৎকালীন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আর একটু তৎপরতা দেখালেই বিষয়টি বাস্তবায়িত হতে পারত।

টেলর লিখেছেন ২০১০ সালে তারা (স্টোকস) যখন একসঙ্গে ডারহামের হয়ে খেলছিলেন তখন তিনি তৎকালীন কিউয়ি বোর্ডের সিইও জাস্টিন ভনকে, স্টোকসের বিষয়ে বলেছিলেন। টেলর লিখেছেন 'ওর (স্টোকস) তখন ১৮-১৯ বছর বয়স হবে। তখনও মনে প্রাণে একজন কিউয়ি। আমি ওকে জিজ্ঞাসা করি ও কি নিউজিল্যান্ডে এসে খেলতে চায়? ও ইচ্ছুক ছিল সেই কারণে আমি তৎকালীন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও জাস্টিন ভনকে মেসেজ করে বিষয়টি জানাই। আমি বলেছিলাম এই তরুণ ছেলেটি স্টোকস অত্যন্ত প্রতিভাবান। ও নিউজিল্যান্ডের হয়ে খেলতে চায়।'

তিনি আরও যোগ করেন 'ভন উত্তরে লেখে ও ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করতে পারে। তারপর দেখব বিষয়টি কোথায় যায়। আমি এই কথা উত্তরে বলেছিলাম আমাদেরকে ওকে আরও বেশি কিছু অফার করতে হবে। কারণ ও একেবারে প্রথম থেকে শুরু করে সিঁড়ি বেয়ে উঠে আসতে ফের আগ্রহী হবে না। স্বাভাবিকভাবেই বিষয়টি এরপর আর এগোয়নি। বেন নিউজিল্যান্ড দলের হয়ে খেলতে আগ্রহী ছিল। তবে বোর্ডকে আরও বেশি তৎপর হতে হত। আরও তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হত। ওকে আরো সলিড আশ্বাস দেওয়া দরকার ছিল। যেটা দিতে ভন তখন একেবারেই প্রস্তুত ছিল না।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন