২০১৫ সালের ১৮ জানুয়ারি, এই দিনে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড হয়েছিল। সেই দিনে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স মাত্র ৩১ বলে সেঞ্চুরি করে একটি নতুন বিশ্ব রেকর্ড করেছিলেন। জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটি খেলা হয়েছিল। এই ওয়ানডে ম্যাচে তিনটি সেঞ্চুরি করেছিল দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্সের পাশাপাশি হাসিম আমলাও অপরাজিত ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন। সেই দিনের কথা আজও ভোলেননি ডি ভিলিয়ার্স। এদিন হয়তো সেই দিনটার কথাও মনে পড়ে গেল ডিভিলিয়ার্সের। হবে নাই বা কেন সেই দিনে তো আমলাও দুরন্ত ইনিংস খেলেছিলেন।
আরও পড়ুন… একেবারে ধোনির সঙ্গে শুভমনের তুলনা করে বসলেন সঞ্জয় মঞ্জরেকর
সেই দিনেই ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার হাসিম আমলা। প্রিয় সতীর্থের বিদায় দিনে তাই বন্ধুর জন্য বিশেষ বার্তা লিখলেন ডি ভিলিয়ার্স। নিজের টুইটারে এবি লেখেন, ‘হাসিম আমলা.. কোথা থেকে যে শুরু করব? সেটা আমার কাছে সহজ হবে না। হয়তো আমার কয়েকটা দিন, সপ্তাহ, মাস, বছরও লাগতে পারে। আমি আক্ষরিক অর্থে আপনার সম্পর্কে একটি বই লিখতে পারি। হ্যা, সবসময় আমার পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি সবসময় এমন একজন ভাই যিনি আমাকে অনেক উপায়ে নিরাপদ বোধ করিয়েছেন।’
আরও পড়ুন… SA20: রশিদ খানকে এক ওভারে চারটি ছক্কা-একটি বাউন্ডারি, ঝড় তুললেন জানসেন
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের অন্যতম সেরা ছিলেন স্তম্ভ হাসিম আমলা। ১৮ জানুয়ারি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তাঁর ব্যাটিং শৈলীতে মুগ্ধ ছিল বিশ্ব ক্রিকেট। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দীর্ঘ দিন। তবে চালিয়ে যাচ্ছিলেন প্রথম শ্রেণির ক্রিকেট খেলা। এ বার সেখানেও ইতি টানলেন। হাসিম আমলা দীর্ঘ দুই দশক খেলার পর তুলে রাখলেন তাঁর ক্রিকেট ব্যাটকে। সব ধরনের ক্রিকেটকেই এ বার আলবিদা জানালেন আমলা। আর তারপরেই প্রিয় সতীর্থের জন্য বিশেষ বার্তা লেখেন ডি ভিলিয়ার্স।
প্রসঙ্গত ৩৯ বছর বয়সি আমলা গত মরশুমে সারের কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সেই শিরোপা ধরে রাখার অভিযানে নামতে চলেছে ইংলিশ কাউন্টি দল সারে। তার আগেই অবশ্য সারেকে আমলা নিশ্চিত করে দিয়েছেন যে, তিনি খেলছেন না। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে তাঁর পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন আমলা। হাসিম আমলা দুই দশকের পেশাদার ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে করেছেন ৩৪১০৪ রান। ২০০৪-১৯ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১২৪টি টেস্টে করেছেন ৯২৮২। প্রোটিয়াদের মধ্যে জ্যাক ক্যালিসের পর যা দ্বিতীয় সর্বোচ্চ রান। টেস্টে তাঁর শতরানের সংখ্যা ২৮টি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।