বাংলা নিউজ > ময়দান > ক্রিকেট সংস্থা 'সাফাই' করতে নিযুক্ত বিচারপতি, বিরোধীরা খুশি কেন? প্রশ্ন আজহারের

ক্রিকেট সংস্থা 'সাফাই' করতে নিযুক্ত বিচারপতি, বিরোধীরা খুশি কেন? প্রশ্ন আজহারের

মহম্মদ আজহারউদ্দিন। ছবি- এএফপি 

বুধবার হায়দরাবাদ ক্রিকেট সংস্থার নির্বাচন প্রক্রিয়ার তত্ত্বাবধানের জন্য এক সদস্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রাক্তন সভাপতি মহম্মদ আজহারউদ্দিন। সেই সঙ্গে বিরোধীদের একহাত নিয়েছেন তিনি। 

বুধবার হায়দরাবাদ ক্রিকেট সংস্থার নির্বাচন প্রক্রিয়ার তত্ত্বাবধানের জন্য এক সদস্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রাক্তন সভাপতি মহম্মদ আজহারউদ্দিন।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজহার বলেন, ‘আমি বুঝতে পারছি না বিরোধীরা এত খুশি হচ্ছে কেন? এখন তাদের চিন্তিত থাকা উচিত। তারা তদন্তের সম্মুখীন হবেন। কারণ তারা দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন।’

এইচসিএর পক্ষে ভালো একটি খবর হল আদালতের বিচারপতি নাগেশ্বর রাওকে নিয়োগ করা সঠিক সিদ্ধান্ত। আজহার এই মন্তব্যের মধ্যে দিয়ে আক্রমণ করেছেন এইচসিএর প্রাক্তন আধিকারিক এন শিবলাল যাদব, আরশাদ আইয়ুব, জি বিনোদ এবং কে জন মনোজকে।

আজহার আরও বলেন, ‘শিবলাল, আরশাদ এবং বিনোদ সংস্থার বা বোর্ডের সদস্য পদে বসতে পারবেন না। কারণ তাঁদের মেয়াদ কাল শেষ হয়েছে।’ আজাহার কিছু প্রশ্ন তুলে বলেন, ‘এই মানুষগুলো হায়দরাবাদ ক্রিকেটের জন্য আদৌ কি কিছু করেছে? আমি এসিবির মামলায় কি জড়িত? আমি সমিতিতে কি কিছু ভুল করেছি? ভদ্র মানুষদের তৈরি জগাখিচুড়িকে পরিষ্কার করতে আমি যথাসাধ্য চেষ্টা করেছি।’

শিবলাল হায়দরাবাদে জন্য একটি স্টেডিয়াম তৈরি করেন। যদিও সেই কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এটিই ছিল তাঁর একমাত্র করা কাজ। এমনটাই মনে করেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক।

আজাহার মনে করেন, ‘এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য অনেক কিছুই সংশোধন করতে হয়েছে।’ আজহার তাঁর ব্যক্তিগত সদিচ্ছা ও প্রভাবকে কাজে লাগিয়ে হায়দরাবাদের কাছে ম্যাচ পরিচালনার সুযোগ এনে দিয়েছেন। বিগত চার মাসের দুটি ম্যাচ পেয়েছে হায়দরাবাদ। প্রাক্তন সভাপতি বলেন, ‘ আমাকে দেখে বোর্ড টাকা দিচ্ছে। আমি যদি বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলি তাহলে এইচসিএ কোনও ম্যাচ পাবে না। এই মানুষগুলো ক্ষমতার বাইরে কিছুই চেনে না। এই ক্ষমতার জন্যই বারবার সমস্যায় পড়তে হয়েছে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.