বাংলা নিউজ > ময়দান > ভারতীয় দলে আমার আর জায়গা হবে না, উপলব্ধি ঋদ্ধিমানের

ভারতীয় দলে আমার আর জায়গা হবে না, উপলব্ধি ঋদ্ধিমানের

কলকাতা ময়দানে ঋদ্ধিমান সাহা (ছবি-এএনআই) (Bibhash Lodh)

২০২২ আইপিএল-এ একজন শক্তিশালী পারফর্মার হিসাবে আবির্ভূত হয়েছিলেন ঋদ্বিমান সাহা, কিন্তু এর পরেও ঋদ্ধিমান সাহাকে আবার ভারতীয় দলে জায়গা দেওয়া হয়নি। অভিজ্ঞ ক্রিকেটার আইপিএল শুরু হওয়ার অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে টিম ম্যানেজমেন্ট তার কাছ থেকে সরে গিয়েছে।

২০২২ আইপিএল-এ একজন শক্তিশালী পারফর্মার হিসাবে আবির্ভূত হয়েছিলেন ঋদ্বিমান সাহা, কিন্তু এর পরেও ঋদ্ধিমান সাহাকে আবার ভারতীয় দলে জায়গা দেওয়া হয়নি। অভিজ্ঞ ক্রিকেটার আইপিএল শুরু হওয়ার অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে টিম ম্যানেজমেন্ট তার কাছ থেকে সরে গিয়েছে। ঋদ্ধিমান সাহা বুঝতে পেরেছেন ভারতীয় টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় আর তিনি নেই। ঋদ্ধিমান সাহা স্পোর্টস তাককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এখন ভাববেন না যে আমি ভারতের হয়ে নির্বাচিত হব। কোচ এবং প্রধান নির্বাচকরা আমাকে আগেই জানিয়েছিলেন (তাদের দলে নেই)।’ 

আরও পড়ুন… T20 বিশ্বকাপের আগে কাদের বিরুদ্ধে খেলবে ভারত? দেখুন রোহিতদের ব্যস্ত ক্রীড়াসূচি

অভিজ্ঞ উইকেটরক্ষক আরও বলেছেন, ‘তারা যদি আমাকে নিতে চাইত, আমি আমার আইপিএল পারফরম্যান্সের ভিত্তিতে ইংল্যান্ড সফরে অংশ হতে পারতাম। এটি একটি পরিষ্কার সিদ্ধান্ত (তাদের পক্ষ থেকে), তবে আমি শুধুমাত্র ক্রিকেট খেলা নিয়ে উদ্বিগ্ন। আমার ভালো লাগছে, আমি ক্রিকেট খেলতে থাকব।’ এ ছাড়া বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে বিচ্ছিন্ন হয়ে ঋদ্ধিমান সাহা তার পরবর্তী ঘরোয়া ক্রিকেট দল বেছে নিতে চাইছেন।

আরও পড়ুন… T20 বিশ্বকাপের আগে কাদের বিরুদ্ধে খেলবে ভারত? দেখুন রোহিতদের ব্যস্ত ক্রীড়াসূচি

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর সঙ্গে এই ঘটনা নিয়ে ঋদ্ধিমান সাহা বলেন, ‘আইপিএলের আগে একটা ঘটনা ঘটেছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আর কখনও বাংলার হয়ে খেলব না। এতদিন খেলার পর সিএবি-র কেউ আমাকে নিয়ে এমন মন্তব্য করবে সেটা আমাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়েছে। তাই আমি অন্য কয়েকটি রাজ্যের হয়ে খেলার পরিকল্পনা করেছি। আমি তাদের অনেকের সাথে কথা বলেছি কিন্তু এখনও পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি।’

বন্ধ করুন