বাংলা নিউজ > ময়দান > CWG 2022: নিজেকে নিয়েই খুশি, হরমনপ্রীত বা মন্ধানা হতে চাই না: জেমাইমা রদ্রিগেজ

CWG 2022: নিজেকে নিয়েই খুশি, হরমনপ্রীত বা মন্ধানা হতে চাই না: জেমাইমা রদ্রিগেজ

জেমাইমা রদ্রিগেজ (AP)

ম্যাচ শেষে জেমাইমা বলেন 'স্মৃতি অনেকদিন আগেই এই কথাটা আইপিএল (মহিলা) চলাকালীন আমাকে একটা কথা বলেছিল। ২০১৯ সালে ও (মন্ধানা) আমাকে বলেছিল তোমার হরমনপ্রীত কৌর বা স্মৃতি মন্ধানা হওয়ার কোনও প্রয়োজন নেই।'

শুভব্রত মুখার্জি: নিজের শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো ভালোভাবেই জানেন জেমাইমা রদ্রিগেজ। নিজের খেলাকে বেশ ভালোই বোঝেন তিনি। চলতি কমনওয়েলথ গেমসে গ্রুপের শেষ ম্যাচে বার্বাডোজের বিরুদ্ধে এক দুরন্ত ইনিংস উপহার দেন জেমাইমা। ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। মূলত তার ইনিংস জয়ের ভিত গড়ে দেয় ভারতের। এরপরেই জেমাইমার অকপট স্বীকারোক্তি তিনি হরমনপ্রীত বা মন্ধানা হতে চান না। তিনি 'নিজেতেই' খুশি রয়েছেন।

ম্যাচ শেষে জেমাইমা বলেন 'স্মৃতি অনেকদিন আগেই এই কথাটা আইপিএল (মহিলা) চলাকালীন আমাকে একটা কথা বলেছিল। ২০১৯ সালে ও (মন্ধানা) আমাকে বলেছিল তোমার হরমনপ্রীত কৌর বা স্মৃতি মন্ধানা হওয়ার কোনও প্রয়োজন নেই। তুমি জেমাইমা রদ্রিগেজ হয়েই থাক। আমি মনে করি সেই রোলটা আমি বুঝতে পেরেছি। আর এটা আমাকে সাহায্য করছে।'

তিনি আরও যোগ করেন 'দল আমাকে একটা নির্দিষ্ট ভূমিকা পালন করতে দিয়েছে। আমি যদি সেই রোলটা ভালোভাবে পালন করতে পারি তাহলে কে কী বলল তাতে কিছু যায় আসে না। আমাদের দলে শেফালি, হরমন, স্মৃতি রয়েছে ফলে আমাকে আমার নিজের রোলটা ঠিক করে পালন করলেই হবে। আমার উদ্দেশ্য দলের স্বার্থসিদ্ধি করা। আমি নিজের পাওয়ার গেম নিয়ে অনেক কাজ করেছি। তার থেকেও বড় কথা আমি নিজের খেলাটা অনেক ভালোভাবে বুঝেছি। আমি পাওয়ার হিটার না। আমি একজন প্লেসার। আমি গ্যাপে খেলে সিঙ্গেলস নিতে পারি। দুই রান নিতে পারি। আমি ফিল্ডিং অনুযায়ী খেলতে পারি। আমি জানি এটাই আমার শক্তি।'

বন্ধ করুন