বাংলা নিউজ > ময়দান > ‘আগেও এমন কাজ করেছেন বোরিয়া’, বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন ঋদ্ধিমান সাহা

‘আগেও এমন কাজ করেছেন বোরিয়া’, বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন ঋদ্ধিমান সাহা

বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন ঋদ্ধিমান সাহা।

সাংবাদিক বোরিয়া মজুমদারকে কেন শাস্তি দিয়েছে BCCI, আসল কারণ জানালেন ঋদ্ধিমান সাহা

বেশ কিছুদিন চুপ থাকার পরে বিতর্কিত বোরিয়া মজুমদার অধ্যায় নিয়ে মুখ খুললেন ঋদ্ধিমান সাহা। এবার আরও বড়সড় অভিযোগ তুললেন তিনি।

ঋদ্ধিকে হুমকি দেওয়ার অপরাধে বিসিসিআই বোরিয়া মজুমদারকে ২ বছরের জন্য নির্বাসিত করেছ। স্পোর্টস টুডের আলোচনায় এই প্রসঙ্গে বলতে গিয়ে ঋদ্ধি দাবি করেন যে, শুধু তাঁর সঙ্গেই নয়, বরং আগেও অনেক ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ করেছেন সংশ্লিষ্ট সাংবাদিক।

সঙ্গে ঋদ্ধিমান জানিয়েছে যে, সংশ্লিষ্ট সাংবাদিকের মধ্যে কোনও অনুশোচনা নেই দেখেই মুখ খুলতে বাধ্য হয়েছিলেন তিনি। না হলে কারও কেরিয়ারে কালি লাগানোর কোনও ইচ্ছেই ছিল না তাঁর।

আরও পড়ুন:- ঋদ্ধিকে বাদ দিয়ে টেস্টে নতুন মুখ চাইছেন, T20-তে ফেরাচ্ছেন কার্তিককে, এমন দ্বিচারিতা কেন দ্রাবিড়দের? উঠছে প্রশ্ন

ঋদ্ধি বলেন, ‘সাক্ষাৎকারের জন্য একজন সাংবাদিক কতদূর যেতে পারে, (স্ক্রিনশট পোস্ট করে) সেটা দেখানোই আমার উদ্দেশ্য ছিল। আমি পরে জানতে পেরেছি যে, এর আগেও ও এমন কাজ করেছে। সেজন্যই বিসিসিআই ওকে শাস্তি দিয়েছে। আমি শুরুতেই এই নিয়ে মুখ খুলিনি, কারণ আমি বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলাম।’

আরও পড়ুন:- ‘CAB চাইলে সমস্যা মেটাতেই পারত, কিন্তু বাংলা হয়তো আমাকে চায় না’, হতাশ ঋদ্ধিমান

সাহা আরও বলেন, ‘প্রাথমিকভাবে এই নিয়ে কথা বলিনি, কারণ দিনের শেষে সবারই একটা কেরিয়ার থাকে। তবে তার যদি অনুশোচনা না থাকে, তবে কতদিন চুপ করে থাকা যায়?’

বন্ধ করুন