ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে ছন্দের অভাব রয়েছে, এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন ব্যাটার তথা বর্তমানের অন্যতম ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে পার্লে খেলা প্রথম একদিনের ম্যাচে হারের সম্মুখীন হয়েছে টিম ইন্ডিয়া। এরপরেই কেএল রাহুলদের পরাজয়ের কারণ খুঁজতে মাঠে নেমেছেন বিশেষজ্ঞরা। এমন অবস্থায় আকাশ চোপড়া ভারতের শীর্ষস্থানীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারের বোলিং দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রাক্তন ভারতীয় খেলোয়াড় আকাশ চোপড়া জানিয়েছেন ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে ছন্দের অভাব রয়েছে।
ভারতীয় দলের দুর্বল বোলিংয়ের কারণে, ৬৮ রানে তিন উইকেট হারিয়েও দক্ষিণ আফ্রিকা ২৯৬ রান তুলেছিল। এই সময়ে, ভুবি খুব ব্যয়বহুল প্রমাণিত হয়েছিলেন। তিনি এই ম্যাচে একটিও উইকেট পাননি। ১০ ওভার বল করে ৬৪ রান দিয়েছেন তিনি। আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় বোলারদের পারফরম্যান্স নিয়ে আলোচনা করার সময় ভুবনেশ্বর কুমারের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘জসপ্রীত বুমরাহ নতুন বলে মালানকে আউট করলেন। সেটা খুব ভালো বল ছিল। ভুবনেশ্বর কুমারকে শুরুতে ভালো দেখাচ্ছিল কিন্তু তারপরে তার সেই ঝলকটা দেখা গেল না এবং এটি একটি বড় সমস্যা।’
আকাশ চোপড়া আরও উল্লেখ করে বলেন যে সাম্প্রতিক সময়ে ভুবনেশ্বরের ক্ষমতা কিছুটা হ্রাস পেয়েছে। চোপড়া বলেন, ‘এটা এমন নয় যে আমরা এখনই এই সমস্যাটা দেখতে পাচ্ছি, আসলে এটি দেখতে দেখতে ১২ থেকে ১৫ মাস হয়ে গেছে। আমরা এখনও পর্যন্ত ভুবনেশ্বর কুমারের সেরাটি দেখিনি। আপনি যদি আমার দৃষ্টিকোণ থেকে দেখেন তবে এটি কিছুটা হতাশাজনক। শার্দুল ঠাকুর ভালোই চেষ্টা করেছেন কিন্তু তিনিও এখানে কিছু করতে পারেননি।’