বাংলা নিউজ > ময়দান > I-League 2019-20: কত দ্রুত আই লিগ জিততে পারে মোহনবাগান? দেখে নিন হিসেব

I-League 2019-20: কত দ্রুত আই লিগ জিততে পারে মোহনবাগান? দেখে নিন হিসেব

ট্রাউকে হারিয়ে উচ্ছ্বাস সবুজ-মেরুন ব্রিগেডের (ছবি সৌজন্য টুইটার @ILeagueOfficial)

টিম এ জিতলে আমাদের সুবিধা, টিম বি হারলে আমাদের সম্ভাবনা কমবে – এতদিন লিগের শেষ পর্যায়ে এরকম হিসেব-নিকেশেই ব্যস্ত থাকতেন সমর্থকরা। কিন্তু এবার পালতোলা নৌকা তো অন্য খাতে বইছে। ফলে পালটে গিয়েছে সবকিছু।

চলতি মরশুমের আই লিগে মোহনবাগান-সহ অধিকাংশ দলই ১৪টি করে ম্যাচ খেলে ফেলেছে। বাকি আর ছ’টি ম্যাচ। সবকটিতে জিতলে গঙ্গাপারের ক্লাবে তো ট্রফি তো ঢুকবেই। তবে সব ম্যাচে না জিতলেও হাসতে হাসতে আই লিগ জিততে পারেন কিবু ভিকুনার ছেলেরা।

কীভাবে সেটা সম্ভব? দেখে নিন হিসেবটা –

১) ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট পেয়ে লিগের শীর্ষে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিনার্ভা পঞ্জাব। একটি ম্যাচ কম খেলে চার্চিল ব্রাদার্সের ঝুলিতে আছে ২০ পয়েন্ট।

ধরা যাক, পরের ম্যাচে জিতল চার্চিল। সেক্ষেত্রে ১৪ ম্যাচে চার্চিলের পয়েন্ট হবে ২৩। বাকি ছ’টি ম্যাচে জিতলে চার্চিলের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ৪১। আর মিনার্ভা সবকটি ম্যাচ জিতলেও ৪০ পয়েন্টের উপর যেতে পারবে না।

সেক্ষেত্রে আর সাত পয়েন্ট পেলেই সরাসরি লিগ (মুখোমুখি হিসেবের সাক্ষাতের হিসেব না ধরে) জিতবে বাগান। অর্থাৎ দুটি জয় ও একটি ড্র করলেই দ্বিতীয় আই লিগ জিতবে (নয়া নামকরণের পর) মোহনবাগান।

২) আগামী ২২ মার্চ মুখোমুখি মিনার্ভা ও চার্চিল। ফলে যে কোনও একটি বা দুটি দলই পয়েন্ট নষ্ট করবে।

যদি ম্যাচ ড্র হয় ও চার্চিল বাকি পাঁচটি ম্যাচ জেতে তাহলে গোয়ার দলের পয়েন্ট দাঁড়াবে ৩৯। অন্যদিকে মিনার্ভার ঝুলিতে থাকবে ৩৮ পয়েন্ট। সেক্ষেত্রে দুটি ম্যাচ জিতলেই লিগ খেতাব পকেটে পুরে নেবে বাগান।

৩) তবে ৪১ পয়েন্ট নিয়ে আরও একভাবে লিগ জিততে পারে মোহনবাগান। কীভাবে?

মোহনবাগানের পরে এখন লিগে সবচেয়ে ভালো অবস্থায় থাকা চার্চিল সব ম্যাচ জিতলেও ৪১ পয়েন্টে পৌঁছাবে। আর চার্চিলের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে রয়েছে বাগান। ফলে ৪১ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবেন কিবু ভিকুনার ছেলেরা। অর্থাৎ আগামী ছ'টি ম্যাচ ড্র করলেও এবারের লিগ জিতবে বাগান।কবে লিগ জয় নিশ্চিত করতে পারে বাগান?

বাগানের পরের ম্যাচ আগামী ৫ মার্চ। সেদিন ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবে বাগান। পাঁচদিনের মাথায় হোম ম্যাচে আইজলের বিরুদ্ধে নামবে সবুজ-মেরুন। দুটি ম্যাচই যদি কিবু ভিকুনার ছেলেরা জেতেন, তাহলে আগামী ১৫ মার্চ ডার্বির আগেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বাগান।

ফলে আপাতত লিগ জয়ের দৌড়ে প্রবলভাবে পাল্লা ভারী মোহনবাগানে। যদিও তাতে আত্মতুষ্ট হতে নারাজ কিবু ভিকুনা। বরং দলের ফর্ম বজায় রাখতে চান তিনি। তাই আপাতত ধাপে ধাপে এগোতে চাইছেন স্প্যানিশ চাণক্য।ধাপেধাপে এগোতে চাইছেন স্প্যানিশ চাণক্য।িগ জিতবে বাগান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.