আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান পরিষেবা স্বাভাবিক না হলে বিদেশি ফুটবলারদের আই লিগ দলগুলির সঙ্গে যোগ দেওয়া সম্ভব নয়। সেরকম হলে বিদেশি ফুটবলারদের ছাড়াই নতুন মরশুমের আই লিগ যথা সময়ে শুরু করে দেওয়া হবে বলে জানালেন এআইএফএফ-এর জেনারেল সেক্রেটারি কুশল দাস।
ফেডারেশন কর্তা বলেন, ‘আই লিগ অবশ্যই শুরু হবে, এমনকি বিদেশিদের ছাড়াই। তবে আই লিগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত-সহ আরও অনেকে আছেন, যাঁদের এই বিষয়ে একমত হতে হবে।’
করোনা মহামারির জন্য গত মার্চ থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক উড়ান পরিষেবা কার্যত থমকে রয়েছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে বিমান চলাচল শুরু হলেও তা নিতান্ত অনিয়মিত। ভারতে যে হারে করোনা সংক্রমণ বেড়ে চলেছে, তাতে অদূর ভবিষ্যতেও উড়ান পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।
শুধু আই লিগ নিয়েই নয়, কুশল দাস ভারতীয় দল নিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেন। তিনি জানান যে, আগামী ৫ বছরের মধ্য জাতীয় দলে কোনও ভারতীয় হেড কোচ দেখা যাবে। এক্ষেত্রে বিবিয়ানো ফার্নান্ডেজ ও এস ভেঙ্কটেশের উদাহরণ দিয়ে দিয়ে তিনি মন্তব্য করেন যে, ভারতীয় কোচেরা উল্লেখযোগ্যভাবে উন্নতি করছেন
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।