বাংলা নিউজ > ময়দান > শ্রীসন্তকে চড় মারা উচিত হয়নি, স্পষ্ট ভাষায় ভুল স্বীকার করে নিলেন হরভজন

শ্রীসন্তকে চড় মারা উচিত হয়নি, স্পষ্ট ভাষায় ভুল স্বীকার করে নিলেন হরভজন

হরভজন সিং ও এস শ্রীসন্ত। ছবি- টুইটার।

সুযোগ থাকলে IPL 2008-এর কুখ্যাত স্ল্যাপগেট কাণ্ডের ভুল শুধরে নিতেন বলে মন্তব্য করেন ভাজ্জি।

উদ্বোধনী ইন্ডিয়ান প্রিমিয়র লিগের অন্যতম বিতর্কিত অধ্যায় ছিল এস শ্রীসন্তকে হরভজন সিংয়ের চড় মারা, যা ভারতীয় ক্রিকেটে স্ল্যাপগেট কাণ্ড হিসেবে কুখ্যাত হয়ে রয়েছে। কিংস ইলেভেন পঞ্জাবের শ্রীসন্তকে ভাজ্জির চড় খাওয়ার পরে ঝরঝরিয়ে কাঁদতে দেখা গিয়েছিল। বিসিসিআই মোটেও হালকাভাবে নেয়নি বিষয়টা। যার জন্য শাস্তিও পেতে হয়েছিল হরভজনকে।

কুখ্যাত সেই অধ্যায় নিয়ে হরভজনকে বেশ কয়েকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তবে এতদিন পরে টার্বুনেটর নিজের ভুল স্বীকার করে নিলেন। স্পষ্ট জানালেন, সেদিনের ভুলের জন্য তিনি লজ্জিত। সর্দার আরও দাবি করেন যে, যদি কোনও ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকত, তবে সবার আগে তিনি শ্রীসন্তকে চড় মারার ভুল শুধরে নিতেন।

আরও পড়ুন:- French Open 2022: ক্যাসপারকে উড়িয়ে ফরাসি ওপেনের খেতাব পুনরুদ্ধার নাদালের, ১৪ বার চ্যাম্পিয়ন রোলাঁ গারোয়

Glance LIVE Fest-এ হরভজন বলেন, ‘যা ঘটেছিল, সেটা ঠিক হয়নি। আমি ভুল করেছিলাম। আমার জন্য সতীর্থদের বিব্রত হতে হয়েছিল। আমিও লজ্জিত ছিলাম।’

আরও পড়ুন:- Ranji Trophy: রঞ্জির কোয়ার্টার ফাইনালে পেস আক্রমণেই আস্থা রাখছে বাংলা, ইঙ্গিত দিলেন অরুণ লাল

ভাজ্জি আরও বলেন, ‘যদি আমার সামনে কোনও ভুল শোধরানোর সুযোগ থাকত, তবে শ্রীসন্তের সঙ্গে মাঠে যেমন আচরণ করেছিলাম, সেটাই শুধরে নিতাম। এমনটা হওয়া উচিত ছিল না। আমি যতবার এই বিষয়ে ভেবেছি, মনে হয়েছে এর কোনও প্রয়োজন ছিল না।’

বন্ধ করুন
Live Score