উদ্বোধনী ইন্ডিয়ান প্রিমিয়র লিগের অন্যতম বিতর্কিত অধ্যায় ছিল এস শ্রীসন্তকে হরভজন সিংয়ের চড় মারা, যা ভারতীয় ক্রিকেটে স্ল্যাপগেট কাণ্ড হিসেবে কুখ্যাত হয়ে রয়েছে। কিংস ইলেভেন পঞ্জাবের শ্রীসন্তকে ভাজ্জির চড় খাওয়ার পরে ঝরঝরিয়ে কাঁদতে দেখা গিয়েছিল। বিসিসিআই মোটেও হালকাভাবে নেয়নি বিষয়টা। যার জন্য শাস্তিও পেতে হয়েছিল হরভজনকে।
কুখ্যাত সেই অধ্যায় নিয়ে হরভজনকে বেশ কয়েকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তবে এতদিন পরে টার্বুনেটর নিজের ভুল স্বীকার করে নিলেন। স্পষ্ট জানালেন, সেদিনের ভুলের জন্য তিনি লজ্জিত। সর্দার আরও দাবি করেন যে, যদি কোনও ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকত, তবে সবার আগে তিনি শ্রীসন্তকে চড় মারার ভুল শুধরে নিতেন।
Glance LIVE Fest-এ হরভজন বলেন, ‘যা ঘটেছিল, সেটা ঠিক হয়নি। আমি ভুল করেছিলাম। আমার জন্য সতীর্থদের বিব্রত হতে হয়েছিল। আমিও লজ্জিত ছিলাম।’
ভাজ্জি আরও বলেন, ‘যদি আমার সামনে কোনও ভুল শোধরানোর সুযোগ থাকত, তবে শ্রীসন্তের সঙ্গে মাঠে যেমন আচরণ করেছিলাম, সেটাই শুধরে নিতাম। এমনটা হওয়া উচিত ছিল না। আমি যতবার এই বিষয়ে ভেবেছি, মনে হয়েছে এর কোনও প্রয়োজন ছিল না।’