একসময় সচিন তেন্ডুলকর বললে পাশাপাশি উচ্চারিত হতো বিনোদ কাম্বলির নাম। সময়ের ব্যবধানে সমান্তরাল সেই রাস্তা বাঁক নিয়েছে দু'দিকে। সচিন তেন্ডুলকর পৌঁছে গিয়েছেন সাফল্যের শিখরে। ক্রমাগত ক্রিকেটের মূল স্রোত থেকে হারিয়ে গিয়েছেন কাম্বলি।
এখন পরিস্থিতি এতটাই খারাপ যে, সংসার চালানোর জন্য এসমসিএর কাছে কাজ চাইতে হচ্ছে প্রাক্তন তারকাকে। কোনও রকম সংকোচ না করেই কাম্বলি মিড ডে-কে জানালেন, তাঁর একমাত্র আয় বলতে বিসিসিআইয়ের পেনশনের ৩০ হাজার টাকা। বোর্ডের কাছে এর জন্য কৃতজ্ঞ হলেও পরিবারের দেখাশোনার জন্য যে এই অর্থ পর্যাপ্ত নয়, তা জানাতেও কুণ্ঠাবোধ করলেন না প্রাক্তন ক্রিকেটার।
বিকেসির কফিশপে বসে সাক্ষাৎকার দেওয়া কাম্বলিকে দেখে অতীতের পরিচিত ছবির সঙ্গে মেলানো মুশকিল। গলায় সোনার চেন, হাতে ব্রেসলেট, দামি ঘড়ি, কাম্বলির এমন ছবিই সবার চোখের সামনে ভাসে। তবে এই কাম্বলি নিতান্তই অনুরাগীদের মন খারাপ করার মতো। একগাল সাদা দাড়ি। শরীরও ভেঙেছে অনেকটাই। বিলাসিতার নামমাত্র নেই কাম্বলির আভূষণে। এমনকি রিপোর্টে উল্লেখ রয়েছে যে, তাঁর মোবাইলের স্ক্রিনও ভাঙা রয়েছে একধারে।
ছাওয়ায় বসেও চোখে রোদচশমা আবেগ লুকোনোর জন্য কিনা বলা মুশকিল। তবে নিজের আর্থিক পরিস্থিতির কথা বলতে গিয়ে যে কাম্বলির গলা ভারি হয়ে আসছিল, সেটা তিনি লুকিয়ে রাখতে পারেননি।
আরও পড়ুন:- UAE T20 লিগে দল গড়া নিয়ে মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো লড়াই চলছে MI ও KKR-এর
কাম্বলি বলেন, ‘অবসর নেওয়া ক্রিকেটারের কাছে পরিবারই সব। খেলাটাই আমার সব। লেখালিখি বা অন্যকিছু করতে পারিনি। মুম্বই ক্রিকেট আমাকে সব কিছু দিয়েছে। আমিও চাই মুম্বই ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বহুবার বলেছি আমাকে ক্রিকেট সংক্রান্ত যে কোনও কাজ দিতে। তার জন্য অনেক পারিশ্রমিক দিতে হবে এমনটা নয়। আমার সংসার চালানোর জন্য সাহায্যটুকু করলেই চলবে। খেলোয়াড়দের ট্রেনিং করানো, নতুনদের সঙ্গে মিশে নিজের অভিজ্ঞতা ভাগ করে দেওয়া, একজন প্রাক্তন ক্রিকেটার এর থেকে বেশি কিছু আর কী চায়!’
কাম্বলির অবশ্য সচিনকে নিয়ে কোনও ক্ষোভ নেই। বরং তিনি স্পষ্ট স্বীকার করে নিলেন যে, তেন্ডুলকর সবসময় তাঁর পাশে থাকেন। তেন্ডুলকর-মিডলসেক্স গ্লোবাল অ্যাকাডেমিতে কোচিং করানোর সুযোগ করে দেওয়ার জন্য সচিনকে কৃতিজ্ঞতা জানান কাম্বলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।