বাংলা নিউজ > ময়দান > I RETIRE, পিভি সিন্ধুর চমকে দেওয়া ঘোষণা

I RETIRE, পিভি সিন্ধুর চমকে দেওয়া ঘোষণা

পিভি সিন্ধু। ছবি- গেটি ইমেজ।

সোশ্যাল মিডিয়ায় নিজের এমন রহস্যজনক ঘোষণার কারণও ব্যক্ত করেছেন অলিম্পিক রুপো জয়ী ব্যাডমিন্টন তারকা।

ভারতীয় ব্যাডমিন্টনমহলের হৃদস্পন্দন আচমকা বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট সোশ্যাল মিডিয়ায় পিভি সিন্ধুর একটি রহস্যজনক পোস্ট। অলিম্পিক রুপো জয়ী সিন্ধু সোমবার টুইটার ও ইনস্টাগ্রামে আচমকাই একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, ‘ডেনমার্ক ওপেন ছিল শেষ অভিযান। আমি অবসর নিলাম।’

যদিও পরক্ষণেই তিনি এমন বার্তা পোস্ট করার কারণ ব্যক্ত করেছেন এবং সমর্থকদের আশ্বস্ত করেছেন যে, তাঁর এই পোস্টটা করোনা ভাইরাসের প্রভাব নিয়ে। তাঁর অবসর ঘোষণার জন্য নয়। তিনি আগের মতোই কোর্টে লড়াই চালিয়ে যাবেন।

সিন্ধু লেখেন, ‘আমি বেশ কিছুদিন ধরেই নিজের অনুভূতি স্পষ্ট করার কথা ভাবছিলাম। স্বীকার করছি যে, আমি এটার সঙ্গে মানিয়ে নিতে পারছিলাম না। সেকারণেই আমি আপনাদের জানাচ্ছি যে, অনেক হয়েছে। এটা পড়ে আপনারা চমকে যাবেন বা বিভ্রান্ত হবেন বুঝতে পারছি। তবে এটা শেষ পর্যন্ত পড়লে আমার অনুভূতি বুঝতে পারবেন এবং আশা করছি যে, আমাকে সমর্থন করবেন।’

সিন্ধু আরও লেখেন, ‘এই মহামারি আমার চোখ খুলে দিয়েছে। আমি সবথেকে শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর জন্য কঠোর অনুশীলন করতে পারি। ম্যাচের শেষ পর্যন্ত লড়াই চালাতে পারি। আমি এটা আগেও করেছি এবং আবার করতে পারব। তবে আমি কীভাবে পরিজত করব অদৃশ্য এক ভাইরাসকে, যা সারা বিশ্বকে সমস্যায় ফেলে দিয়েছে? বেশ কয়েকমাস বাড়িতে থাকার পর এখনও বাইরে পা দেওয়ার আগে আমাদের ভাবতে হচ্ছে। অনলাইনে হৃদয়বিদারক সব গল্প পড়ে নিজের সম্পর্কে এবং এই বিশ্ব, যেখানে আমরা বাস করি, তা নিয়ে মনে প্রশ্ন জাগছে।’

শেষে বিশ্বচ্যাম্পিয়ন তারকা লেখেন, 'ডেনমার্ক ওপেনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে না পারা ছিল শেষ সীমাবদ্ধতা। আজ আমি সমস্ত বিশৃঙ্খলা থেকে অবসর নিলাম। আমি এই নেতিবাচকতা, ধারাবাহিক ভীতি ও সমস্ত অনিশ্চয়তা থেকে অবসর নিলাম। সুড়ঙ্গের শেষে আলোর নিশানা দেখতে পাওয়ার জন্য আমাদের আশাবাদী হওয়া উচিত। ডেনমার্ক ওপেন হয়নি, তবে সেটা আমাকে ট্রেনিং করা থেকে বিরত রাখতে পারেনি। আমি পালটা লড়াই চালানোর আগে হার মানতে রাজি নই। যতদিন না আমরা নিরাপদ বিশ্বে গিয়ে পৌঁছব, আমি এটা চালিয়ে যাব।'

বন্ধ করুন