গত কয়েক দিন ধরেই ভারতীয় ক্রিকেট নিয়ে একাধিক মন্তব্যের জেরে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার সইদ আজমল। কখনও ভারতীয় ক্রিকেটারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার নিজের নির্বাসন নিয়েও মুখ খুলেছেন। অতীতের অনেক কথাই প্রকাশ্যে এনে কাঁদুনি গাইতে শোনা গিয়েছে প্রাক্তন পাক স্পিনারকে।
এবার ২০১১ বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের প্রসঙ্গ টেনে এনে ফের ভারতরে একহাত নিলেন তিনি। নাদির আলি পডকাস্ট অনুষ্ঠানে ২০১১ সালের ভারত-পাক সেমিফাইনাল ম্যাচে সচিন তেন্ডুলকরের উইকেট নিয়ে মুখ খুললেন তিনি। প্রাক্তন পাক স্পিনার দাবি করেছেন, সেই ম্যাচে ভুল আম্পায়ারিং করা হয়েছে। শুধু তাই নয়, এলবিডব্লুর একটি ফ্রেম দেখানো হয়েছে। আজমল বলেছেন, '২০১১ সালের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে আমি সচিনের উইকেট তুলে নিতে পারতাম। কিন্তু সেটা হয়নি। অনেকেই হয়ত তা ভুলে গিয়েছে। আমি এবং আম্পায়াররা এখনও বলব, ওটা আউট ছিল। কিন্তু আমরা যা দেখেছি, তাতে একটি ফ্রেম কেটে ফেলা হয়েছে। নইলে বল যেভাবে এগিয়ে গিয়েছিল, তাতে উইকেটেই বল লাগত।' আজমল যে তৃতীয় আম্পায়কে কাঠগড়ায় তুলেছেন তা বলার অপেক্ষা রাখে না'
আজমল যেই সময় সচিনকে এলবিডব্লু করেন, তখন মাস্টার ব্লাস্টার মাত্র ২৩ রানে ব্যাট করছিলেন। ফলে তাঁকে ফিরিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা চালান পাক বোলাররা। যদিও সেই ম্যাচে অনেকেই বড় রান করতে ব্যর্থ হন। তবে মাস্টার ব্লাস্টার দলকে টেনে নিয়ে যান। ৮৫ রান করেন তিনি। এই কিংবদন্তির ৮৫ রানে ভর করেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে ২৬০ রান তোলে। অবশ্য সেই রান তুলতে পারেনি পাক শিবির। মাত্র ২৩১ রানেই থেমে যায় পাকিস্তানের দৌড়।
সচিনের বিরুদ্ধে মাত্র দুটি ম্যাচ খেলেছেন আজমল। এই প্রসঙ্গে তিনি বলেন, 'সচিন একজন কিংবদন্তি। সে ২০ হাজারেরও বেশি রান করেছে। সচিনের মতো ক্রিকেটারের উইকেট তুলে নেওয়ার থেকে ভালো হয়ত কিছু হয় না। আমি জানি ওর সঙ্গে খেলার মজা কতটা। শুধু বিশ্বকাপ নয়, পাশাপাশি আমি তাঁর সঙ্গে এমসিসি তেও ম্যাচ খেলেছি। সে আমার দলের অধিনায়ক ছিল। তখন সে আমাকে বলে, তোমার দুসরা বলটা দেখাও। কিংবদন্তি কিংবদন্তিই হয়। আমি তাঁকে খুব সম্মান করি। সেই সময় আমি তাঁকে বল করার কোনও সুযোগ পাইনি। তবে আমি যখন দুইবার তাঁর বিরুদ্ধে খেলতে নেমেছি, সেই দুইবারই আমি তাঁকে আউট করেছি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।