বাংলা নিউজ > ময়দান > ভারতের T20 বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটা? কোনও রাখঢাক না করে জানিয়ে দিলেন কালিস

ভারতের T20 বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটা? কোনও রাখঢাক না করে জানিয়ে দিলেন কালিস

 প্রস্তুতির ফাঁকে আলোচনা রোহিতদের। ছবি- এএফপি (AFP)

T20 World Cup: টিম ইন্ডিয়া কি এবার টি-২০ বিশ্বকাপ জিততে পারবে? এপ্রসঙ্গে প্রোটিয়া কিংবদন্তির দাবি, শুধু শক্তিশালী দল থাকলেই হয় না, বিশ্বকাপ জিততে হলে দরকার আরও কিছু।

এশিয়া কাপে ভারতের পারফর্ম্যান্স আহমরি ছিল না। টি-২০ বিশ্বকাপের আগে সেই ব্যর্থতার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোটাই প্রাথমিক চ্যালেঞ্জ রোহিতদের। এই অবস্থায় আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটা, তা নিয়ে চলছে জোর চর্চা। সেই আলোচনায় যোগ দিলেন জ্যাক কালিস। প্রাক্তন প্রোটিয়া তারকা কোনও রকম রাখঢাক না করে জানালেন, অস্ট্রেলিয়ায় ভারতের টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কতটা সম্ভাবনা দেখছেন তিনি।

কালিস এই মুহূর্তে লেজেন্ডস লিগ ক্রিকেটে অংশ নিতে ভারতেই রয়েছেন। টাইমস অফ ইন্ডিয়ার আলোচনায় দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অল-রাউন্ডারকে রোহিত শর্মাদের নিয়ে বিস্তর আশাবাদী শোনায়। টিম ইন্ডিয়া এশিয়া কাপে ব্যর্থ হলেও কালিস মনে  করছেন যে, বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী স্কোয়াড রয়েছে টিম ইন্ডিয়ার হাতে। তাঁর মতে, ভারতের শুধু একটু ভাগ্যের সহায়তা দরকার।

আরও পড়ুন:- IND vs AUS: ধুন্ধুমার ব্যাটিং ক্যাপ্টেন রোহিতের, ম্য়াচ জেতালেন ফিনিশার কার্তিক

কালিস বলেন, ভারত সাম্প্রতিক সময়ে দারুণ টি-২০ ক্রিকেট খেলেছে এবং কোনও সন্দেহ নেই যে, ওরা বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল। তবে বিশ্বকাপ কিছুটা ভাগ্যের উপর নির্ভর করে। আমি মনে করি, ফেবারিটের তকমা পাওয়ার মতো দল হাতে রয়েছে ভারতের।'

প্রাক্তন প্রোটিয়া তারকা আরও বলেন, ‘ওরা দারুণভাবেই লড়াইয়ে রয়েছে। তবে বিশ্বকাপে একটু ভাগ্যের সাহায্যের দরকার হয়। তাছাড়া বড় মুহূর্তগুলোকে নিজেদের অনুকূলে টেনে নিতে হয়। ভারতের এবার বিশ্বকাপ জেতার অবশ্যই সুযোগ রয়েছে।’

আরও পড়ুন:- IND vs AUS 2022: জাদেজার অভাব মেটাচ্ছেন অক্ষর, তবে কি বিশ্বকাপের প্রথম একাদশে জায়গা পাকা? তেমনই ইঙ্গিত রোহিতের

জ্যাক কালিস মনে করছেন যে, অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে শুধু পেসাররাই নন, সফল হবেন স্পিনাররাও। তাঁর দাবি, ম্যাচে প্রতিটি দলেরই এমন একটা পরিস্থিতি আসবে, যেখানে স্পিনাররা অথবা পেসাররা দাপট দেখাবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন