বাংলা নিউজ > ময়দান > ৮৩-র থেকেও ভাল দল ছিল: দুই বিশ্বকাপ সেমিফাইনালের ফলাফল 'বদলের' ইচ্ছাপ্রকাশ রবি শাস্ত্রীর

৮৩-র থেকেও ভাল দল ছিল: দুই বিশ্বকাপ সেমিফাইনালের ফলাফল 'বদলের' ইচ্ছাপ্রকাশ রবি শাস্ত্রীর

রবি শাস্ত্রী। ফাইল ছবি

তিনি সুযোগ পেলে সেই দুই বিশ্বকাপের সেমিফাইনালের ফলাফল 'বদলের' ইচ্ছাপ্রকাশ করেছেন।

শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ১৯৮৩ সালের গুরুত্ব সবসময় আলাদা করে লেখা থাকবে। কপিলদেবের নেতৃত্বাধীন ভারতীয় দল সেদিন অসাধ্য সাধন করেছিল বললেও ভুল হবে না। গত দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে হারিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল তারা। সেই জয়ের মধ্যে দিয়েই ভারতীয় ক্রিকেটের পরবর্তী পর্যায়ে উত্তরণের পথ চলা শুরু হয় বলা যেতে পারে। তবে প্রাক্তন ভারতীয় হেড কোচ তথা অন্যতম সেরা অলরাউন্ডার রবি শাস্ত্রী মনে করেন ১৯৮৩'র থেকেও ভারতের ভাল দল ছিল আরও দুটি বিশ্বকাপে। তিনি সুযোগ পেলে সেই দুই বিশ্বকাপের সেমিফাইনালের ফলাফল 'বদলের' ইচ্ছাপ্রকাশ করেছেন।

ভারতীয় দলের কোচ হিসেবে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন রবি শাস্ত্রী। তার প্রশিক্ষণে ভারত, অস্ট্রেলিয়াকে পরপর দু'বার তাদের দেশের মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছে। ইংল্যান্ডে বিরুদ্ধে ও টেস্ট সিরিজে তাদের দেশে ভারত এগিয়ে ছিল। তবে সেই সিরিজের শেষ টেস্ট ম্যাচ করোনার কারণে খেলা হয়নি। লাল বলের ক্রিকেটে একাধিক সাফল্য পাওয়ার পাশাপাশি তার আমলে ভারত সংক্ষিপ্ত ফর্ম্যাটের ক্রিকেটেও বেশ কিছু সাফল্য পেয়েছে। যার অন্যতম ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে প্রবেশ। রবি শাস্ত্রী কিউয়িদের বিরুদ্ধে সেই সেমিফাইনালের ম্যাচের ফলাফল অবশ্য বদলে দিতে চান। ইএসপিএন ক্রিকইনফোকে তিনি জানান 'কোচ হিসেবে আমি বলব ২০১৯ সালের সেই সেমিফাইনাল ম্যাচটা (নিউজিল্যান্ডের বিপক্ষে) আমার কাছে একদিনেই শেষ হয়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি সেই সময়তেই আসে যখন ম্যাচে আমাদের পক্ষে মোমেন্টাম ছিল।' উল্লেখ্য ওই ম্যাচে নিউজিল্যান্ড দল প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৩৯ রান করেছিল। যার জবাবে ভারত মাত্র ২২১ রানে অলআউট হয়ে যায়। ফলে ১৮ রানে তাদের ম্যাচ হারতে হয়।

এই সেমিফাইনাল ম্যাচটির পাশাপাশি রবি শাস্ত্রী মনে করেন আরও একটি সেমিফাইনাল ম্যাচের ফলাফল বদলাতে পারলে ভাল হত। ১৯৮৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। রবি শাস্ত্রী মনে করেন 'আমি ক্রিকেটার হিসেবে মনে করি ১৯৮৭ সালের আমাদের দলটা ১৯৮৩-র থেকেও ভাল ছিল। আমি মনে করি ওই টিমটার (৮৭'র দল) ক্ষমতা ছিল ফাইনাল পর্যন্ত গিয়ে কলকাতাতে শিরোপা জয়ের।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন