বাংলা নিউজ > ময়দান > এশিয়া কাপ হোক শ্রীলঙ্কাতে- PCB-র উল্টো সুরে কথা বললেন শোয়েব

এশিয়া কাপ হোক শ্রীলঙ্কাতে- PCB-র উল্টো সুরে কথা বললেন শোয়েব

শোয়েব আখতার।

শোয়েবের মতে, ২০২৩ সালের এশিয়া কাপ যদি পাকিস্তানে নাই হয়, তা হলে যেন সেটা শ্রীলঙ্কাতে আয়োজন করা হয়। প্রসঙ্গত, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির 'হোস্টিং রাইটস' অর্থাৎ টুর্নামেন্ট আয়োজনের স্বত্বও রয়েছে পাকিস্তানের কাছে।

শুভব্রত মুখার্জি: বিশ্বের যে কোন প্রান্তে যে কোন টুর্নামেন্টের ফাইনালেই মুখোমুখি হোক না কেন ভারত-পাকিস্তান, তার উন্মাদনাই আলাদা। তবে দীর্ঘ দিন হল দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে আর কোনও রকম দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না দুই দল। আইসিসির ইভেন্ট অথবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজিত টুর্নামেন্টেই মুখোমুখি খেলতে দেখা যায় দুই দলকে। এমন আবহে প্রাক্তন তারকা পাক পেসার শোয়েব আখতার চান, এশিয়া কাপ হোক কিংবা বছর শেষের ওয়ানডে বিশ্বকাপ দুই টুর্নামেন্টের ফাইনালে খেলুক ভারত ও পাকিস্তান। এমনটাই জানিয়েছেন শোয়েব আখতার।

আরও পড়ুন: বুমরাহের অনুপস্থিতিতে কে হবে MI-এর ট্রাম্পকার্ড? রোহিতকে পথ দেখালেন গাভাসকর

বর্তমানে লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলতে কাতারের রাজধানী দোহাতে রয়েছেন শোয়েব। সেখানেই এমন মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, ২০২৩ সালের এশিয়া কাপ যদি পাকিস্তানে নাই হয়, তা হলে যেন সেটা শ্রীলঙ্কাতে আয়োজন করা হয়। প্রসঙ্গত, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির 'হোস্টিং রাইটস' অর্থাৎ টুর্নামেন্ট আয়োজনের স্বত্বও রয়েছে পাকিস্তানের কাছে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি চাই ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজন হোক পাকিস্তানেই। যদি পাকিস্তানে এশিয়া কাপের আয়োজন নাই সম্ভব হয়, আমি চাই তা খেলা হোক শ্রীলঙ্কাতে। আমি এশিয়া কাপের ফাইনাল ভারত এবং পাকিস্তানকে খেলতে দেখতে চাই। পাশাপাশি বিশ্বকাপের ফাইনালেও আমি চাই ভারত এবং পাকিস্তান মুখোমুখি হোক। শুধু ভারত বনাম পাকিস্তান ফাইনাল দেখাই আমার ইচ্ছা।’

আরও পড়ুন: জল্পনাতেই পড়ল শিলমোহর, পন্তের জায়গায় DC-র নতুন অধিনায়ক ডেভিড ওয়ার্নার

২০২৩ সালের এশিয়া কাপ আয়োজনের স্বত্ব পাকিস্তানকে দেওয়ার পরেই একটা জল্পনা ছিল, ভারত হয়তো তাদের নাম প্রত্যাহার করতে পারে। ২০২২ সালের অক্টোবর মাসেই বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ জানিয়ে দিয়েছিলেন, পাকিস্তানে এশিয়া কাপ খেলা হলে ভারত সেখানে খেলতে যাবে না। এই মাসেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির দ্বিতীয় মিটিং বসছে। সেখানেই আসন্ন এশিয়া কাপের ভেন্যুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত এবং পাকিস্তান একে অপরের‌ মুখোমুখি শেষ বার হয়েছিল ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে। যে ম্যাচে ভারত চার উইকেটে জয় পেয়েছিল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন