শুভব্রত মুখার্জি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটার সারেল এরউই এক অসাধারণ শতরান করেছেন। প্রথম ইনিংসে প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাট করতে নেমে তিনি ১০৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক ডিন এলগারের সঙ্গে ১১১ রানের একটি অসাধারণ পার্টনারশিপও গড়েন তিনি। মূলত তার ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে ৩৬৪ রানের একটি বড় স্কোর গড়তে সক্ষম হয় প্রোটিয়া বাহিনী। সেই সারেল এরউই নাকি অবসর নেওয়া থেকে মাত্র একটি ফোন কল দূরে ছিলেন! শুনতে আশ্চর্য লাগলেও এমন ঘটনার কথা জানিয়েছেন সারেল এরউই স্বয়ং।
প্রসঙ্গত চলতি সিরিজের প্রথম টেস্টে কিউয়িদের বিরুদ্ধে তার আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছিলেন সারেল এরউই। সারেল জানান আজ থেকে ২৮ মাস আগে তিনি ক্রিকেট থেকে অবসর নিতে মাত্র একটি ফোন কল দূরে ছিলেন। তার পরিবার তাকে ওই অবস্থা থেকে ফিরতে সাহায্য করেছিল। ৩২ বছর বয়সি জানিয়েছেন, তিনি স্পোর্টস মনোবিদের সাহায্যও নিয়েছিলেন।
দিনের খেলা শেষে সারেল জানিয়েছেন '২৮ মাস আগে আমার মাথাতে অবসরের চিন্তা এসেছিল। তাকে বাস্তবে রূপ দিতে মাত্র ফোন কল দূরে ছিলাম। আমি যখন আমার পরিবার, আমার বাবা-মা'র সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে বসি তখন তারা আমাকে তাদের অকুণ্ঠ সমর্থন দেন। যার ফলে আমি মানসিকভাবে অনেকটাই চাঙ্গা হই। তাদের সহযোগিতায় আমি এক স্পোর্টস মনোবিদকে দেখাই। তার সঙ্গেই আমি জীবনের খারাপতম সময়তে কাজ করতে শুরু করি। অবসরের ভাবনা ভাবার পরে নিজেকে মোটিভেট করে সেরাটা উজাড় করে দেওয়া বেশ কঠিন ছিল। আমি সৌভাগ্যবান ছিলাম পরিবারের সমর্থন পেয়েছি। মনোবিদের সাহায্য পেয়েছি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।