বাংলা নিউজ > ময়দান > প্রথম অ্যাসেজ টেস্টে নেই ব্রড-অ্যান্ডারসন, ইংল্যান্ডের দল নির্বাচনে হতবাক নাসের

প্রথম অ্যাসেজ টেস্টে নেই ব্রড-অ্যান্ডারসন, ইংল্যান্ডের দল নির্বাচনে হতবাক নাসের

স্টুয়ার্ড ব্রড, জেমস-অ্যান্ডারসনকে দলে না রাখা নিয়ে উঠে গেল প্রশ্ন।

দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের থেকে ১৯৬ রানে এগিয়ে রয়েছে অজিরা। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স করেছেন অলি রবিনসন। তিনি ৪৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। মার্ক উডকে মাঝেমধ্যে বিপদজ্জনক বলে মনে হলেও তিনি মাত্র একটি উইকেট নিতে সমর্থ হন।

শুভব্রত মুখার্জি: চলতি অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টেই রীতিমতো ব্যাকফুটে জো রুট বাহিনী। কার্যত প্রথম দুই দিনের খেলা শেষ হওয়ার পরেই তাদের সামনে রয়েছে হারের ভ্রুকুটি। টেস্ট শুরুর আগেই জেমস অ্যান্ডারসনের না খেলার বিষয়টি স্পষ্ট করা হলেও ব্রডের ব্যাপারে কিছু জানানো হয়নি। ইংল্যান্ডের প্রথম একাদশে জায়গা হয়নি স্টুয়ার্ট ব্রডের মতোন অভিজ্ঞ পেসারের। ব্রড-অ্যান্ডারসনের যে কোনও এক পেসারের ইংল্যান্ডের প্রথম একাদশে না থাকা নিয়ে হতবাক প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। দল নির্বাচন নিয়েই বিস্ময় প্রকাশ করেছেন নাসের হুসেন।

দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের থেকে ১৯৬ রানে এগিয়ে রয়েছে অজিরা। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স করেছেন অলি রবিনসন। তিনি ৪৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। মার্ক উডকে মাঝেমধ্যে বিপদজ্জনক বলে মনে হলেও তিনি মাত্র একটি উইকেট নিতে সমর্থ হন। দিন শেষে রুটদের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে নাসের হুসেন বলেন, ‘আমি বিস্মিত ওরা ব্রড বা অ্যান্ডারসনের মতো কোনও এক পেসারকে প্রথম একাদশে রাখেননি। আমি হলে ব্রড এবং অ্যান্ডারসনকে ঘুরিয়ে, ফিরিয়ে সিরিজে খেলাতাম।’

তিনি আরও যোগ করেছেন, ‘রোটেশনের উদ্দেশ্য হল বয়স বাড়ার সাথে সাথে বিশ্রাম প্রদান করে পেসারদের সতেজ রাখা। এই টেস্টে তো এই বোলিং অ্যাটাককে খেলানো হয়ে গেল, পরের ম্যাচে কাদের খেলাবেন হবে? একদম ফ্রেশ কোন পেসারকে খেলানো হবে? তাহলে তো দীর্ঘদিন জাতীয় দলের হয়ে বোলিং করেনি, এমন কাউকে খেলাতে হবে। এই কারণের জন্য আমি হয় ব্রড, না হলে অ্যান্ডারসনকে খেলাতাম। যাতে করে অ্যাডিলেডে গুরুত্বপূর্ণ দিন-রাতের টেস্টের আগে তারা সতেজ থাকে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন