অবশেষে গত বছর আয়োজিত টি-২০ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন টাইগারদের প্রাক্তন কোচ স্টিভ রোডস। টি-২০ ক্রিকেট বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশ ক্রিকেট দল হেরে যাওয়ার পরে স্টিভ রোডসকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ব্যাপারটি নিয়ে তিনি রীতিমতো হতাশ হয়েছিলেন। সে ঘটনা নিয়ে রোডস বললেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের ওই ব্যর্থতার পর আমাকে সবার আগে টার্গেট করা হয়েছিল। কারণ আমি ওই দলের একটা গুরুত্বপূর্ণ পদে ছিলাম। অধিনায়ক হিসেবে মাশরাফি (মোর্তাজা) এবং দলের বাকি সিনিয়র ক্রিকেটাররা তোপের মুখে ছিল। ম্যানেজমেন্ট যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে যে আমাদের পারফরম্যান্স ভালো ছিল না, তাহলে কারোর না কারোর উপরে কোপ পড়তেই হত। বলির পাঁঠা করা হত না হলে সরিয়ে দেওয়া হত। আপনারা ব্যাপারটিকে কীভাবে দেখবেন জানি না।’
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের পরামর্শদাতা বললেন, ‘বিশ্বকাপ টুর্নামেন্টে আমরা শুরুটা যথেষ্ট ভালো করেছিলাম। কিন্তু, শেষটা যেভাবে হল, সেটা দেখে আমরা সকলেই খুব হতাশ ছিলাম। আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেট দল যাদের বিরুদ্ধে লড়াই করেছে, তারা সকলেই কঠিন প্রতিপক্ষ। এই দলগুলো ভালো খেলেছে বলেই শেষপর্যন্ত আমরা জিততে পারিনি। কতটা লড়াই করেছি, সেটা কেউ দেখবে না। সবথেকে বড় কথা, দিনের শেষে আমরা ম্যাচ জিততে পারিনি। আর এমন পারফরম্যান্স দেখার পর বাংলাদেশের অধিকাংশ ক্রিকেট সমর্থকই যথেষ্ট অবাক হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা একমাত্র পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটায় খারাপ খেলেছিলাম। কিন্তু, ততক্ষণে আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলাম। ইংল্যান্ড, ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা প্রচুর রান করেছিলাম। তবে আমরা যথেষ্ট লড়াই করেছিলাম। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও আমরা জিততে পেরেছিলাম। তবে এর আগে আমরা দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যথেষ্ট ভালো জয়লাভ করেছিলাম। তবে আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের জয়টা সেরা ছিল। সব মিলিয়ে আমাদের কাছে এই টুর্নামেন্টটা বেশ ভালোই কেটেছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।