প্রিয় শেন ওয়ার্নের চলে যাওয়ার পর চমকে দেওয়া মন্তব্য করলেন ইয়ান হিলি। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে শেন ওয়ার্নের এমন মৃত্যুর খবরে তিনি মোটেও অবাক নন! কিন্তু হিলি কেন এমন ধরনের মন্তব্য করলেন? হিলি বলেন, ‘শেন ওয়ার্নের এত তাড়াতাড়ি মৃত্যুতে আমি একেবারেই অবাক নই। ও নিজের শরীরের প্রতি একেবারেই যত্ন নেয়নি। ও ইয়ো ইয়ো করতে করতে উপরে উঠত, নামত। ও ঠিক করে সানস্ক্রিম মাখত না। আমার মনে হয়েছিল এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে ওর ত্বকের সমস্যা হতে পারত। তবে ৫২ বছর বয়সে মৃত্যু কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’
হিলির এই মন্তব্যকে নেটিজেনরা অসংবেদনশীল বলে মনে করছেন। সোশ্যাল মিডিয়াতে হিলির বিরুদ্ধে ইতিমধ্যেই স্লোগান উঠতে শুরু করেছে। অনেকেই মনে করেন হিলির মন্তব্য করার সময়তে আরও বেশি সংবেদনশীল হওয়া প্রয়োজন ছিল। ওয়ার্নের প্রতি আরও বেশি সম্মান দেখান উচিত ছিল। মাইক গ্যাটিংকে যে ডেলিভারিতে শেন ওয়াকর্ন আউট করেছিলেন সেই সময় স্টাম্পের পিছনে ছিলেন ইয়ান হিলি। সেই কিংবদন্তি উইকেটকিপারের এই মন্তব্য অনেকেই মানতে পারেননি।
দীর্ঘদিন অস্ট্রেলিয়ার হয়ে একসঙ্গে খেলেছেন ওয়ার্ন ও হিলি। ওয়ার্নের লেগ স্পিনকে উইকেটের পিছনে দাঁড়িয়ে গ্লাভস পরা হাতে সামলেছেন তিনি। হিলির এবং ওয়ার্নের বন্ধুত্ব সম্পর্কে সকলেই অবগত। এমন অবস্থায় হিলির এমন মন্তব্য ঘিরে ফের বিতর্ক তৈরি করেছে।
ঠিক যেমন কয়েকদিন আগে ওয়ার্ন সম্পর্কে গাভসকর বিতর্কিত মন্তব্য করে ফেলেছিলেন। এখন দেখার বিতর্কের জল কতটা গড়ায়।