বাংলা নিউজ > ময়দান > ICC Awards 2020: জায়গা পেলেন না ধোনি, ODI-তে সেরার দৌড়ে ঝুলন, দশকের সেরার দৌড়ে ভারতের কে কে?

ICC Awards 2020: জায়গা পেলেন না ধোনি, ODI-তে সেরার দৌড়ে ঝুলন, দশকের সেরার দৌড়ে ভারতের কে কে?

জায়গা পেলেন না ধোনি, ODI-তে সেরার দৌড়ে ঝুলন, দশকের সেরার দৌড়ে ভারতের কে কে? (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স এবং টুইটার)

দশকের শ্রেষ্ঠ ক্রিকেটারের তালিকায় রয়েছেন দু'জন ভারতীয় পুরুষ ক্রিকেটার।

শুভব্রত মুখার্জি

এই মুহূর্তে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান বিরাট কোহলি। বিশ্বের তাবড় তাবড় বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। তার স্বীকৃতিও পেতে পারেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি এবার বেছে নিতে চলেছে গত দশকের সেরা ক্রিকেটারকে। দশকের শ্রেষ্ঠ ক্রিকেটারের সেই তালিকায় রয়েছেন দু'জন ভারতীয়।

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও দশকের সেরা হওয়ার দৌড়ে আছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে এই তালিকায় নাম নেই বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, ভারতীয় ওপেনার রোহিত শর্মার মতো ক্রিকেটারের।

একদিনের ক্রিকেটে দশক শ্রেষ্ঠ ক্রিকেটারদের দৌড়ে আছেন ধোনি এবং রোহিত দু’জনেই। সেই দৌড়েও আছেন বিরাট। তিন ভারতীয়ের পাশাপাশি তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, কুমার সাঙ্গাকারা, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং আক্রামনাত্মক প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স।

আইসিসির দশক সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বিরাট ছাড়াও আছেন অশ্বিন, অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট এবং নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। রয়েছেন ডিভিলিয়ার্স, সাঙ্গাকারাও। পাশাপাশি পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ, ৬০০ টি টেস্ট উইকেট নেওয়া একমাত্র পেসার ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন এবং শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ।

দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন ক্যারিবিয়ান জায়ান্ট ক্রিস গেইল, আফগানিস্তানের রশিদ খান, প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, মালিঙ্গা, কোহলি এবং রোহিত। 

বিরাটদের পাশাপাশি মহিলা ক্রিকেটে দশকের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। দশক সেরা মহিলা একদিনের ক্রিকেটার হওয়ার দৌড়েও রয়েছেন মিতালি। তালিকায় রয়েছেন ঝুলন গোস্বামী। দশকের সেরা টি-টোয়েন্টি মহিলা ক্রিকেটারদের তালিকায় কোনও ভারতীয়ের নাম নেই।আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দশক সেরা পুরুষ এবং মহিলা ক্রিকেটার বাছতে অনলাইন ভোটাভুটি করবে। আর তার মাধ্যমেই পুরুষ ও মহিলা দুই বিভাগেই দশক সেরা ক্রিকেটারকে বাছা হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.