২০২২ সালের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে বিভিন্ন বিভাগে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল আইসিসি। উল্লেখযোগ্য বিষয় হল, গ্যারি সোবার্স ট্রফি ও ছেলেদের বিভাগে বর্ষসেরা টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কারের দৌড়ে কোনও ভারতীয় তারকা নেই। ছেলেদের বিভাগে একমাত্র বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের লড়াইয়ে নাম লিখিয়েছেন সূর্যকুমার যাদব এবং তিনি খেতাব জয়ের অন্যতম দাবিদার। যদিও ছেলেদের বিভাগে বর্ষসেরা উঠতি তারকার পুরস্কারের দৌড়ে রয়েছেন অর্শদীপ সিং।
মেয়েদের বিভাগে তিন ফর্ম্যাট মিলিয়ে বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে রয়েছেন স্মৃতি মন্ধনা। তিনি বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কারের জন্যও লড়াই চালাবেন। মেয়েদের বর্ষসেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার উঠতে পারে রেনুকা সিং ঠাকুরের হাতে। তাঁর সঙ্গে লড়াইয়ে রয়েছেন আরও এক ভারতীয় তারকা যস্তিকা ভাটিয়া।
উল্লেখযোগ্য বিষয় হল, বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা কোনও না কোনও পুরস্কারের দৌড়ে নাম লেখালেও রোহিত শর্মা, বিরাট কোহলিরা কোনও পুরস্কারের জন্য মনোনীত হননি এবার।
তিন ফর্ম্যাট মিলিয়ে ছেলেদের বর্ষসেরা ক্রিকেটার (গ্যারি সোবার্স ট্রফি):-
১. বাবর আজম (পাকিস্তান)
২. বেন স্টোকস (ইংল্যান্ড)
৩. সিকন্দর রাজা (জিম্বাবোয়ে)
৪. টিম সাউদি (নিউজিল্যান্ড)
তিন ফর্ম্যাট মিলিয়ে মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার (রাচেল ফ্লিন্ট ট্রফি):-
১. ন্যাট সিভার (ইংল্যান্ড)
২. স্মৃতি মন্ধনা (ভারত)
৩. অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড)
৪. বেথ মুনি (অস্ট্রেলিয়া)
ছেলেদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার:-
১. বেন স্টোকস (ইংল্যান্ড)
২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)
৩. উসমান খোওয়াজা (অস্ট্রেলিয়া)
৪. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
ছেলেদের বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার:-
১. বাবর আজম (পাকিস্তান)
২. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)
৩. সিকন্দর রাজা (জিম্বাবোয়ে)
৪. শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)
মেয়েদের বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার:-
১. শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)
২. অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড)
৩. ন্যাট সিভার (ইংল্যান্ড)
৪. অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া)
ছেলেদের বর্ষসেরা টি-২০ ক্রিকেটার:-
১. সূর্যকুমার যাদব (ভারত)
২. সিকন্দর রাজা (জিম্বাবোয়ে)
৩. স্যাম কারান (ইংল্যান্ড)
৪. মহম্মদ রিজওয়ান (পাকিস্তান)
মেয়েদের বর্ষসেরা টি-২০ ক্রিকেটার:-
১. স্মৃতি মন্ধনা (ভারত)
২. নিদা দার (পাকিস্তান)
৩. সোফি ডিভাইন (নিউজিল্যান্ড)
৪. তালিয়া ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)
ছেলেদের বর্ষসেরা উঠতি ক্রিকেটার:-
১. মারকো জানসেন (দক্ষিণ আফ্রিকা)
২. ইব্রাহিম জাদরান (আফগানিস্তান)
৩. ফিন অ্যালেন (নিউজিল্যান্ড)
৪. অর্শদীপ সিং (ভারত)
মেয়েদের বর্ষসেরা উঠতি ক্রিকেটার:-
১. রেনুকা সিং ঠাকুর (ভারত)
২. ডার্সি ব্রাউন (অস্ট্রেলিয়া)
৩. অ্যালিস ক্যাপসি (ইংল্যান্ড)
৪. যস্তিকা ভাটিয়া (ভারত)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।