আইসিসির বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কারের জিতেছেন আগেই। এবার তিন ফর্ম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নিলেন বাবর আজম। পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে স্যার গ্যারি সোবার্স ট্রফির দখল নিলেব বাবর। সুতরাং, ২০২২ সালের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে এবছর জোড়া খেতাব হাতে উঠল পাক দলনায়কের।
তিন ফর্ম্যাট মিলিয়ে গতবছর আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪টি ম্যাচে মাঠে নেমেছেন বাবর। তিনি ৫৪.১২ গড়ে সাকুল্যে ২৫৯৮ রান সংগ্রহ করেন। সেঞ্চুরি করেন ৮টি। হাফ-সেঞ্চুরি করেন ১৫টি।
এর আগে গতবছর পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে গ্যারি সোবার্স ট্রফি জেতেন শাহিন আফ্রিদি। সুতরাং, পরপর ২ বছর তিন ফর্ম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার গেল পাকিস্তানে।
বাবরের সঙ্গে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের দৌড়ে ছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস, জিম্বাবোয়ের সিকন্দর রাজা ও নিউজিল্যান্ডের টিম সাউদি। বাকিদের টেক্কা দিয়ে খেতাব জেতেন বাবর। স্টোকস অবশ্য আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার হাতে তুলেছেন।
এবছর ছেলেদের বিভাগে আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকটারের পুরস্কার জিতেছেন ভারতের সূর্যকুমার যাদব। বর্ষসেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জেতেন দক্ষিণ আফ্রিকার তরুণ অল-রাউন্ডার মারকো জানসেন।
ছেলেদের বিভাগে বর্ষসেরা পুরস্কারের তালিকা:-
বর্ষসেরা ক্রিকেটার: বাবর আজম (পাকিস্তান)
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: বেন স্টোকস (ইংল্যান্ড)
বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার: বাবর আজম (পাকিস্তান)
বর্ষসেরা টি-২০ ক্রিকেটার: সূর্যকুমার যাদব (ভারত)
বর্ষসেরা উঠতি ক্রিকেটার: মারকো জানসেন (দক্ষিণ আফ্রিকা)
আইসিসি বর্ষসেরা টেস্ট দল: উসমান খোওয়াজা (অস্ট্রেলিয়া), ক্রেগ ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), মার্নাস ল্যাবুশান (অস্ট্রেলিয়া), বাবর আজম (পাকিস্তান), জনি বেয়ারস্টো, (ইংল্যান্ড), বেন স্টোকস, (ক্যাপ্টেন/ইংল্যান্ড), ঋষভ পন্ত, (উইকেটকিপার/ভারত), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), ন্যাথন লিয়ঁ (অস্ট্রেলিয়া) ও জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।
আরও পড়ুন:- ICC Awards: টেস্টে সেরা স্টোকস, টানা ২ বছর আইসিসির বর্ষসেরা ODI ক্রিকেটার বাবর
আইসিসি বর্ষসেরা ওয়ান ডে দল: বাবর আজম (ক্যাপ্টেন/পাকিস্তান), ট্রেভিস হেড (অস্ট্রেলিয়া), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), শ্রেয়স আইয়ার (ভারত), টম লাথাম (উইকেটকিপার/নিউজিল্যান্ড), সিকন্দর রাজা (জিম্বাবোয়ে), মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), মহম্মদ সিরাজ (ভারত), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)।
আইসিসি বর্ষসেরা টি-২০ ডে দল: জোস বাটলার (ক্যাপ্টেন/ইংল্যান্ড), মহম্মদ রিজওয়ান (পাকিস্তান), বিরাট কোহলি (ভারত), সূর্যকুমার যাদব (ভারত), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), সিকন্দর রাজা (জিম্বাবোয়ে), হার্দিক পান্ডিয়া (ভারত), স্যাম কারান (ইংল্যান্ড), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), হ্যারিস রউফ (পাকিস্তান), জোশ লিটল (আয়ারল্যান্ড)।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।