বিরাট কোহলি, রোহিত শর্মারা পারেননি। তবে ভারতের মান রাখেলন স্মৃতি মন্ধনা। আইসিসির বর্ষসেরার পুরস্কারে ভারতের পতাকা তুলে ধরলেন মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার।
তিন ফর্ম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মন্ধনা। মহিলা ক্রিকেটে আইসিসির সর্বোচ্চ পুরস্কারের লড়াইয়ে ছিলেন লিজেল লি, ট্যামি বিউমন্ট, গ্যাবি লুইসরাও। তবে বাকিদের পিছনে ফেলে এবছর রাচেল ফ্লিন্ট ট্রফি জিতলেন স্মৃতি। ব্যক্তিগত পুরস্কারে মন্ধনাই ভারতের একমাত্র খেতাবজয়ী।
২০২১ সালে তিন ফর্ম্যাট মিলিয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচে ৩৮.৮৬ গড়ে ৮৫৫ রান সংগ্রহ করেন মন্ধনা। সেঞ্চুরি করেন ১টি। তিনি হাফ-সেঞ্চুরি করেন ৫টি। সেই সুবাদেই স্মৃতি মন্ধনার মাথায় ওঠে বর্ষসেরার মুকুট।
মন্ধনা এবার আইসিসির বর্ষসেরা মহিলা টি-২০ ক্রিকেটারের দৌড়েও নাম লিখিয়েছিলেন। তবে শেষমেশ তাঁকে টেক্কা দিয়ে ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট সংক্ষিপ্ত ফর্ম্যাটের ব্যক্তিগত খেতাব জেতেন। এবার সেই বিউমন্টকে পিছনে ফেলে রাচেল ফ্লিন্ট ট্রফির দখল নিলেন মন্ধনা।
লিজেল লি তিন ফর্ম্যাট মিলিয়ে সেরার সেরা হতে না পারলেও আইসিসির বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। মন্ধনা এবছর আইসিসির বর্ষসেরা টি-২০ দলেও জায়গা করে নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।