বাংলা নিউজ > ময়দান > New Cricket Rules: সফট সিগন্যাল থেকে ফ্রি-হিটে ‘বোল্ড'- ৩ নয়া নিয়মে কতটা প্রভাব পড়বে ম্যাচের উপর?

New Cricket Rules: সফট সিগন্যাল থেকে ফ্রি-হিটে ‘বোল্ড'- ৩ নয়া নিয়মে কতটা প্রভাব পড়বে ম্যাচের উপর?

ক্রিকেটে তিনটি নয়া নিয়ম চালু হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে গেটি ইমেজস এবং এপি)

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি জানিয়েছে, সফট সিগন্যাল, ফ্রি-হিটে 'বোল্ড' (স্টাম্পে বল লাগা), হেলমেট - তিনটি নিয়ম আগামী ১ জুন থেকে কার্যকর হবে। যে তিনটি সিদ্ধান্তের ফলে ক্রিকেটের উপর বড় প্রভাব পড়বে।

দীর্ঘদিন ধরে বিতর্ক ছিল। অবশেষে সেই বিতর্কিত নিয়ম পরিবর্তনের পথে হাঁটল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। তুলে দেওয়া হল সফট সিগন্যালের নিয়ম। আবার ফ্রি-হিটে স্টাম্পে বল লাগলে সেটা যে ‘ডেড বল’ হবে না, সেই সংক্রান্ত নিয়মের মধ্যে যে ফাঁক ছিল, তা কাটিয়ে একেবারে স্পষ্ট ভাষায় আইসিসি জানিয়ে দিল, ফ্রি-হিটে স্টাম্পে বল লাগলেও রান হবে। সেইসঙ্গে খেলোয়াড়দের সুরক্ষার জন্য তিনটি ক্ষেত্রে হেলমেট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। যে তিনটি নিয়ম আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

সফট সিগন্যালের নিয়ম

আম্পায়ারদের আর সফট সিগন্যাল দিতে হবে না। যা তৃতীয় আম্পায়ারের কাছে কোনও রিভিউ নেওয়ার আগে আপাতত দেন তাঁরা। সবক্ষেত্রে অবশ্য সফট সিগন্যাল দিতে হয় না। মূলত কোনও ক্যাচ নেওয়া আগেই বল মাটিতে পড়ে গিয়েছে কিনা, সেই সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে অনফিল্ড আম্পায়ার সফট সিগন্যাল দেন। 

সেই বিষয়টি নিয়ে একাধিকবার বিতর্ক হয়েছে। কারণ অনফিল্ড আম্পায়ারা সফট সিগন্যাল দেওয়ার পর সেই সিদ্ধান্ত পালটানোর জন্য তৃতীয় আম্পায়ারকে অকাট্য প্রমাণ খুঁজতে হত। অনেকক্ষেত্রেই এরকম হত, বোঝা যাচ্ছে যে ক্যাচ নেওয়ার সময় বলটা মাটিতে ঠেকে গিয়েছে। কিন্তু অনফিল্ড আম্পায়ারের সফট সিগন্যালের বিরুদ্ধে অকাট্য কোনও প্রমাণ না থাকায় সেই সিদ্ধান্ত পালটানো যায় না। এবার সেই সমস্যা কেটে যাবে। ম্যাচের গুরুত্বপূর্ণ এরকম একটি সিদ্ধান্ত ম্যাচের ভোল পুরোপুরি পালটে দিতে পারে।

আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে সফট সিগন্যাল অপ্রয়োজনীয় এবং কখনও কখনও বিষয়টি অত্যন্ত বিভ্রান্তিকর হয়ে যায়, কারণ রিপ্লেতে ক্যাচ নিয়ে অকাট্য প্রমাণ মেলে না।'

হেলমেটের নিয়ম

এবার থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি ক্ষেত্রে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক হয়ে গিয়েছে। যেখানে প্রবল ঝুঁকির সম্ভাবনা থাকে। প্রথমত, যখন ফাস্ট বোলারদের মুখোমুখি হবেন ব্যাটাররা। দ্বিতীয়ত, যখন স্টাম্পের কাছে দাঁড়িয়ে থাকবেন উইকেটকিপাররা। তৃতীয়ত, উইকেটের কাছে ব্যাটারদের আশপাশে দাঁড়িয়ে থাকলে ফিল্ডারদের হেলমেট পরে থাকতে হবে।

বিষয়টি নিয়ে আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান বলেন, ‘খেলোয়াড়দের সুরক্ষার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতে কয়েকটি জায়গায় হেলমেটের ব্যবহার বাধ্যতামূলক করা উচিত।’

ফ্রি-হিটে রান

ফ্রি-হিটে স্টাম্পে বল লাগার বল যে রান হবে, সেটা সংশ্লিষ্ট দলের রান হিসেবে বিবেচিত হবে। যেমন ফ্রি-হিটে অন্যান্য ক্ষেত্রে রান হয়, সেরকমই হবে। অর্থাৎ গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ফ্রি-হিটে বিরাট কোহলির ‘বোল্ড’ হওয়ার পর যে বিতর্ক তৈরি হয়েছিল, তারপর নিয়মটা একেবারে স্পষ্ট করা হল। এখন যে নিয়ম আছে, তাতে একেবারে নির্দিষ্টভাবে ওই বিষয়টির উল্লেখ করা নেই। এবার একেবারে স্পষ্টভাষায় নিয়ম লেখা থাকায় কোনও বিতর্ক হবে না।

আরও পড়ুন: Free-hit rule: ফ্রি-হিটে স্টাম্পে বল লাগলেও রান হবে, পাকিস্তান ম্যাচে ‘ডেড বল’ বিতর্কের পর নিয়ম স্পষ্ট করল ICC

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

জয়শংকরের ফ্যান পাকিস্তানও? সরকার-বিরোধী বিক্ষোভে ‘আমন্ত্রণ’ ইমরানের দলের, বিতর্ক কোনও সুপারস্টার নন, ডু'প্লেসিদের প্রথমবার CPL চ্যাম্পিয়ন করালেন আমেরিকার ব্যাটার ‘জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তুলে নেওয়া হয়েছে, এদিকে পুলিশের বায়ো টয়লেট রয়েছে’ IPL রিটেনশনে মায়াঙ্ক-নীতীশের দাম ছুঁল ১১ কোটি! জাতীয় দলে খেলা শাপ নাকি বর হবে? করাচি এয়ারপোর্টের বাইরেই ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ চিনা, চটে লাল বেজিং, হাত বালোচদের পুজোর প্রেম ছাদনাতলা পর্যন্ত যাবে নাকি তার আগেই ভাঙবে? কী বলছে প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৭ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.