ভারত বনাম পাকিস্তানের চলতি ক্রিকেট বিরোধে এবার আইসিসিকে টেনে আনলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। তিনি এবার বললেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি ক্রিকেট বিরোধে আইসিসির এগিয়ে আসা উচিত। এশিয়া কাপ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে চলতি টানাপোড়েনের মধ্যেই আবার নিজের বক্তব্য রেখে বিতর্কের আগুনে ঘি দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা।
আরও পড়ুন… সুযোগ বুঝে ভারতকে তুলোধোনা করলেন নাইটদের ফ্লপ প্রাক্তন ক্যাপ্টেন
পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা ‘দ্য ন্যাশনাল’ কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি ভারত বনাম পাকিস্তান ইস্যুতে সতর্ক। এটিতে তারা এগিয়ে আসছে না, কারণ ক্রিকেট থেকে আইসিসির আয়ের বড় অংশ বিসিসিআই থেকে আসে এবং তাই দুর্ভাগ্যবশত আইসিসির অবস্থান আপোসহীন। তিনি বিশ্বাস করেছিলেন যে সমস্ত ক্রিকেট বোর্ড একমত না হওয়া পর্যন্ত এটি পরিবর্তন হবে না এবং এটি পরিবর্তনের দিকে কাজ করবে না।
আরও পড়ুন… ১২ বছর পরেও দলে জায়গা পেয়েও খেলা হবে না! জানেন কেন ভাঙতে চলেছে উনাদকাটের স্বপ্ন
এই সাক্ষাৎকারে রামিজ রাজা ভারত বনাম পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ সংক্রান্ত প্রশ্নে বলেন, ‘আমাদের একে অপরের বিরুদ্ধে খেলতে হবে তাতে কোনও সন্দেহ নেই। ভারত বনাম পাকিস্তান দেখতে কার না ভালো লাগে। পাকিস্তান ভারতে না খেলা এবং ভারত আমাদের কাছে না আসার জন্য কোনও অজুহাত থাকা উচিত নয়।’ ২০১৩ সাল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। এরপর ভারত সফরে আসে পাকিস্তানের দল। এরপর থেকে শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টেই দুই দল একে অপরের মুখোমুখি হয়।
এই বছরের অক্টোবরে, বিসিসিআই সচিব জয় শাহ নিজের বক্তব্যে বলেছিলেন যে ভারত ২০২৩ সালে এশিয়া কাপের জন্য পাকিস্তান সফর করবে না। এরপরে দুই ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তেজনা বেড়েছিল। তখন জয় শাহ বলেছিলেন, এশিয়া কাপ হবে নিরপেক্ষ ভেন্যুতে। এর পরে, রামিজ রাজা হুমকি দিয়েছিলেন যে ভারত যদি এশিয়া কাপে পাকিস্তানে না আসে, তবে তার দলও ২০২৩ সালে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভারতে যাবে না। এরপর থেকেই বিসিসিআই ও পিসিবির মধ্যে বাক যুদ্ধ চলছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।