টেস্ট র্যাঙ্কিংয়ে মারাত্মক ভুল করল আইসিসি। মঙ্গলবার দুপুরের দিকে আচমকা ভারতকে শীর্ষস্থানে তুলে দেওয়া হয়। অস্ট্রেলিয়া নেমে যায় দ্বিতীয় স্থানে। অথচ ওই সময়ের মধ্যে ভারত বা অস্ট্রেলিয়া কোনও টেস্টই খেলেনি। তা নিয়ে তুমুল হইচই শুরু হয়। কয়েক ঘণ্টা পর সেই ভুল ঠিক করে আইসিসি। আপাতত টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। তারপর আছে ভারত।
মঙ্গলবার দুপুরে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সাইটে টেস্টে র্যাঙ্কিংয়ের তালিকায় দেখা যায়, টিম ইন্ডিয়া শীর্ষে উঠে গিয়েছে। টিম ইন্ডিয়ার রেটিং পয়েন্ট ১১৫ (৩,৬৯০ পয়েন্ট)। ভারতের পরেই দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া (রেটিং পয়েন্ট ১১১ এবং ৩,২৩১ পয়েন্ট)। কিন্তু ওই সময় ভারত বা অস্ট্রেলিয়া কোনও টেস্ট খেলেনি। স্বভাবতই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
তারইমধ্যে বিকেলের দিকে আবারও অস্ট্রেলিয়াকে শীর্ষে তোলা হয়। মারাত্মক ভুল শুধরে নেয় আইসিসি। আপাতত অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১২৬। ভারতের রেটিং পয়েন্ট ১১৫। যে দুই দল আগামী মাসেই চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হতে চলেছে। সেই সিরিজের উপর এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্য অনেকাংশে নির্ভর করবে। কোন দুটি দল ফাইনালে খেলবে, তা মোটামুটি স্পষ্ট হয়ে যাবে।
আইসিসি টেস্ট র্যাঙ্কিং (১৭ জানুয়ারির আপডেট অনুযায়ী)
১) অস্ট্রেলিয়া - রেটিং পয়েন্ট ১২৬।
২) ভারত - রেটিং পয়েন্ট ১১৫।
৩) ইংল্যান্ড - রেটিং পয়েন্ট ১০৬।
৪) নিউজিল্যান্ড - - রেটিং পয়েন্ট ১০০।
৫) দক্ষিণ আফ্রিকা - রেটিং পয়েন্ট ৮৫।
৬) ওয়েস্ট ইন্ডিজ - রেটিং পয়েন্ট ৭৯।
৭) পাকিস্তান - রেটিং পয়েন্ট ৭৭।
৮) শ্রীলঙ্কা - রেটিং পয়েন্ট ৭১।
৯) বাংলাদেশ - রেটিং পয়েন্ট ৪৬।
১০) জিম্বাবোয়ে - রেটিং পয়েন্ট ২৫।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং (১১ জানুয়ারির আপডেট অনুযায়ী)
১) ভারত - রেটিং পয়েন্ট ২৬৭।
২) ইংল্যান্ড - রেটিং পয়েন্ট ২৬৬।
৩) পাকিস্তান - রেটিং পয়েন্ট ২৫৮।
৪) দক্ষিণ আফ্রিকা - রেটিং পয়েন্ট ২৫৬।
৫) নিউজিল্যান্ড - - রেটিং পয়েন্ট ২৫২।
৬) অস্ট্রেলিয়া - রেটিং পয়েন্ট ২৫১।
৭) ওয়েস্ট ইন্ডিজ - রেটিং পয়েন্ট ২৩৬।
৮) শ্রীলঙ্কা - রেটিং পয়েন্ট ২৩৬।
৯) বাংলাদেশ - রেটিং পয়েন্ট ২২২।
১০) আফগানিস্তান - রেটিং পয়েন্ট ২১৭।
অন্যদিকে, একদিনের ক্রিকেটে চার নম্বরে আছে ভারত। শীর্ষে আছে নিউজিল্যান্ড (রেটিং ১১৭)। তারপর আছে যথাক্রমে ইংল্যান্ড (রেটিং ১১৩), অস্ট্রেলিয়া (রেটিং ১১২) এবং ভারত (রেটিং ১১০)।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।