আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে ওমানকে ৩৯ রানে হারাল নেপাল। এদিন টস হেরে ব্যাট করতে নেমেছিল নেপাল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে। জবাবে নেপালের বোলারদের সামনে ওমানের ইনিংস ৭৮ রানে গুটিয়ে যায়। ১৭ ওভারে ৭৮ রানেই শেষ হয়ে যায় ওমানের ইনিংস। ম্যাচের সেরা হয়েছেন আরিফ শেইখ। এদিন কমল সিং এয়ারি ১৫ রানে ৩ উইকেট নেন। দলের অধিনায়ক সন্দীপ লামিছনে এবং দীপেন্দ্র সিং এয়ারি দুটি করে উইকেট নেন। জিতেন্দ্র মুখিয়া এবং অভিনাশ বোহারা একটি করে উইকেট নেন।
ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে নেপাল প্রথমে ব্যাট করলে কোনও ব্যাটসম্যানই ইনিংস সামলাতে পারেনি। খেলোয়াড়রা একের পর এক আউট হন। উইকেটের পতন প্রথম ওভার থেকেই শুরু হয়। প্রথম ওভারের শেষ বলে আসিফ শেখ (৪ রান) মিড-বলে ক্যাচ দেন ফাস্ট বোলার বিলাল খানের হাতে। তৃতীয় ওভারে বিস্ফোরক ওপেনার কুশল ভুর্টেলকেও (৫ রান) হারায় নেপাল। তিনিও বিলাল খানের শিকার হন। জ্ঞানেন্দ্র মাল্লা (১৫ রান) ও দীপেন্দ্র সিং আইরি (১১ রান) আউট হওয়ার পর ৪০ রানে ৪ উইকেট হারিয়েছিল নেপাল।
সংকটের নেপালের ব্যাটিং চাঙ্গা করেছিলেন আরিফ শেখ। ৩৭ বলে দুটি চারের সাহায্যে ৩৮ রান করেন তিনি। পুরো ওভার খেলার পর ইনিংসের শেষ বলে রান আউট হন তিনি। লোকেশ বাম ১৬ রান এবং বিবেক যাদব যোগ করেন সাত রান। অধিনায়ক লামিছানে ৭ বলে এক চার ও এক ছক্কায় ১৬ রান করেন। ওমানের হয়ে ২৪ রান করেন উইকেটরক্ষক নাসিম খুশি। এছাড়াও দুই অঙ্ক ছুঁতে পারেননি ওমানের ১০ জন খেলোয়াড়ের একজনও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।