এপ্রিল মাসের সেরা ক্রিকেটার কে হবেন? ইতিমধ্যেই তিন জন ক্রিকেটারকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। গত মাসের দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভিত্তি করে দুইজন ব্যাটার এবং একজন বোলার এই লড়াইয়ে রয়েছে। তারা হলেন পাকিস্তানের ফখর জামান, শ্রীলঙ্কার প্রভাত জয়সূর্য ও মার্ক চ্যাপম্যান যিনি নিউজিল্যান্ডের ক্রিকেটার।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে পাকিস্তানের ফখর জামান অসাধারণ ব্যাটিং করেন। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান তাদের দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডেতে রান তাড়া করে ম্যাচ জেতে। এই ওপেনার অপরাজিত ১৮০ রান করে পাকিস্তানকে ৩৩৭ রানের লক্ষ্য তাড়া করতে সাহায্য করেন। যার ফলে পাকিস্তান সিরিজের দুই শূন্যতে এগিয়ে যায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ফখর ১৭টি বাউন্ডারি এবং ৬টি বিশাল ছক্কা হাঁকান। ১০ বল বাকি থাকতেই সেই রান তুলে ফেলে পাকিস্তান। ফখর দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পাওয়ার সঙ্গে প্রথম ম্যাচেও সেঞ্চুরিও হাঁকান। সেই ম্যাচও ২৮৯ রান তাড়া করে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। জামান করেন ১১৪ বলে ১১৭ রান। একদিনের ক্রিকেটের ফর্ম টি-টোয়েন্টিতেও বজায় রাখেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে লাহোরে প্রথম টি-টোয়েন্টিতে ৪৭ রান দিয়ে শুরু করেন এই বাঁহাতি। পরের ম্যাচগুলিতে রান করতে না পারলেও তাঁর এই অসাধারণ পারফরম্যান্স আইসিসির মাসের সেরার ক্ষেত্রে তাঁকে অনেকটাই এগিয়ে দিয়েছে।
পুরস্কারের ক্ষেত্রে অন্যতম দাবিদার হলেন শ্রীলঙ্কার রেকর্ড সৃষ্টিকারী স্পিনার প্রভাত জয়সূর্য। টেস্টের ইতিহাসে অন্য যে কোনও স্পিনারের চেয়ে কম ম্যাচে ৫০ উইকেটে পৌঁছানোর রেকর্ড করেন তিনি। প্রভাত জয়সূর্য সাতটি টেস্টে ৫০ উইকেট পূর্ণ করেন। এই বাঁহাতি স্পিনার, যিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে গলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৭ উইকেট নেন। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসের সেঞ্চুরি করা পল স্টার্লিংকে শেষ দিনে আউট করে এই কৃতিত্ব তৈরি করেন তিনি। জয়সূর্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের অভিষেক ঘটান। অভিষেকের সঙ্গে সঙ্গেই ১২টি উইকেট শিকারের মাধ্যমে তাঁর টেস্ট কেরিয়ার শুরু করেন। এখনও পর্যন্ত ৭টি টেস্ট ম্যাচে ৫০টি উইকেটের সঙ্গে ৬ বার পাঁচটি উইকেট তুলে নিয়েছেন তিনি। জয়সূর্য এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে কেরিয়ারের সেরা বোলিং করেন। মাত্র ৫২ রান দিয়ে তুলে নেন ৭টি উইকেট। তারপর দ্বিতীয় ইনিংসে আরও তিনটি উইকেট নিয়ে ১০টি উইকেটে পরিণত করেন।
এছাড়াও পুরস্কার পাওয়ার দৌড়ে তৃতীয় ব্যক্তিটি হলেন নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান। তিনি পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন। তাঁর পারফরম্যান্স নিউজিল্যান্ডকে ৫ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে আনতে সাহায্য করে। চ্যাপম্যান চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টিতে যথাক্রমে ৪২ বলে ৭১ এবং ৫৭ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলে সিরিজে ২৯০ রান করেন। সিরিজের প্রথম খেলায় লাহোরে বড় রানে হারে নিউজিল্যান্ড। সেই ম্যাচে দলের হয়ে তিনি সর্বোচ্চ রান সংগ্রহকরী ছিলেন। করেন ২৭ বলে ৩৪ রান। এই বাঁহাতি ব্যাটার দ্বিতীয় ম্যাচেও ৪০ বলে অপরাজিত ৬৫ রান করেন। মারেন ৪টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি। নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচেও ৩৮ রানে হেরে যায়। তাঁর এই অসাধারণ ব্যাটিংয়ের জেরে তিনি আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৪৮ স্থান থেকে ৩৫ তম স্থানে উঠে এসেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।